Breaking News
Home / Breaking News / জাতীয় বই মেলায় আমার কবিতা আমার স্বপ্ন সাহিত্য পত্রিকার প্রানবন্ত মিলন মেলা সম্পন্ন

জাতীয় বই মেলায় আমার কবিতা আমার স্বপ্ন সাহিত্য পত্রিকার প্রানবন্ত মিলন মেলা সম্পন্ন

ষ্টাফ রির্পোটারঃ
এ দেশেরই মেহপরপুর জেলা থেকে হুসাইন মেরাজ নিজস্ব উদ্যোগে ” আমার কবিতা আমার স্বপ্ন” নামক একটি অনলাইন সাহিত্য পত্রিকার প্রকাশিত করেছে। ধীরে ধীরে এ সাহিত্য পত্রিকায় প্রায় সাড়ে তিন হাজার কবি সদস্য যোগ দিয়েছে মাত্র ক’টি মাসের ব্যবধানে। হুসাইন মেরাজ একজন ব্যাংকার হলেও তার মননশীল সাহিত্য নিয়ে বসবাস করে। আমার কবিতা আমার স্বপ্ন সাহিত্য পত্রিকাটি আজ ৪ মার্চ শুক্রবার বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা বাংলা একাডেমীর বই মেলায় একটি মিলন মেলা সম্পন্ন হয়েছে। আমার কবিতা আমার স্বপ্ন সাহিত্য পত্রিকার উপদেষ্টা কবি সালমা ডলি প্রধান অতিথি হিসাবে আমার কবিতা আমার স্বপ্ন যৌথকাব্যগ্রন্থ,উচ্ছ্বাস প্রকাশনী থেকে” আমার কবিতা আমার স্বপ্ন” পরিচালক কবি হুসাইন মেরাজ এর একক কাব্য গ্রন্থ, উচ্ছ্বাস প্রকাশনী থেকে”কবিতায় স্বপ্ন বুনি” সহ সভাপতি কবি ও সাংবাদিক এম. আর হারন এর ছিন্নপত্র প্রকাশণী থেকে ” ছেঁড়া জুতা” এবং ধ্রপদী পাবলিকেশন থেকে, প্রভাষিকা মুনিরা খোরশেদ ভুইয়ার কাব্য ও গল্প গ্রন্থ ” ধ্রুবতারা” চারটি বই বই মেলার মোড়ক উন্মোচন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচনের পর পরই আমার কবিতা আমার স্বপ্ন সাহিত্য পত্রিকা থেকে উপস্থিত কবিদের সন্মামনা ক্রেষ্ট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে ক্রেষ্ট প্রদান করেন কবি সালমা ডলি, বিশেষ অতিথি হিসাবে ছিলেন, কবি ও সাংবাদিক এম. আর হারুন, কবি হুমায়ুন কবির, বাংলারমুখনিউজ২৪.কম এর প্রকাশক ও সম্পাদক এন কে সুমন পাটোয়ারী প্রমুখ। আমার কবিতা আমার স্বপ্ন সাহিত্য পত্রিকার প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হুসাইন মেরাজ এর পরিচালনায় দিন ভর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া আমার কবিতা আমার স্বপ্ন সাহিত্য পত্রিকার সাধারণ সম্পাদক মিস মিষ্টি নাহার ও বিভিন্ন জেলা থেকে কবিরা এসে উপস্থিত হয়েছেন। মোড়ক উন্মোচন মঞ্চে কবি সালমা ডলি, কবি হুসাইন মেরাজ, কবি মুনিরা খোরশেদ ভুইয়া, কবি ও সাংবাদিক এম. আর হারুন, সাধারণ সম্পাদক মিষ্টি নাহার, বাংলারমুখনিউজ২৪.কম প্রকাশক ও সম্পাদক বক্তব্য রাখেন।

Powered by themekiller.com