Breaking News
Home / Breaking News / খেলাধুলায় যুব সমাজকে মাদকাসক্ত অপরাধ প্রবণতা থেকে বাঁচিয়ে রাখে.. জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

খেলাধুলায় যুব সমাজকে মাদকাসক্ত অপরাধ প্রবণতা থেকে বাঁচিয়ে রাখে.. জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

মোহাম্মদ সিন্টুঃ চাঁদপুর জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ৩ দিনব্যাপী ৫০তম শীতকালীন ক্রীড়া (অ্যাথলেটিকস) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) বিকালে চাঁদপুর আউটার স্টেডিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, মোবাইল, মাদকাসক্তি, কিশোরগ্যাং থেকে দূরে সরাতে যুবসমাজকে খেলাধুলার মধ্যে মনোযোগি করতে আমাদের সকলের প্রচেষ্টা থাকতে হবে। অ‌ভিভাবকরাও তা‌দের সন্তান‌দের‌কে খেলাধুলার প্রতি আকৃষ্ট করার চেষ্টা কর‌বেন তাহ‌লে আপনার সন্তান মোবাইলসহ অন্যান্য অপরাধমূলক কাজে আসক্ত হ‌বে না।
এখন ডিজিটাল যুগ, এ সময়ের মধ্যে পড়া লেখা এবং খেলাধুলায় যুবসমাজকে মননশীল করতে হবে, এক সময় এরা যেমন সুশিক্ষায় শিক্ষিত হবে তেমনি দেশের জন্য সুনাম সুখ্যাতি বয়ে আনবে।
জেলা শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দিন পাটওয়ারী এর সভাপতিত্বে ও সাংবাদিক এম আর ইসলাম বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছামৎ রাশেদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আসিফ মহিউদ্দিন প্রমূখ।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Powered by themekiller.com