Breaking News
Home / Breaking News / কবি রবিউল হাসান এর কবিতা “এবং তুমি”

কবি রবিউল হাসান এর কবিতা “এবং তুমি”

এবং তুমি
রবিউল হাসান
————–
তোমার স্পর্শ, চুম্বন, শিহরণ,
আমার ভিতর, অবারিত শান্তির
বন‍্যা বয়ে দেয় ——-।

মৃত্যুকে আমি ভুলে গেছি – মূহুর্তে।
স্বপ্নের ডানা মেলে পাড়ি দিয়েছি
অনেক বন্ধুর পথ।

কষ্টেরা আমাকে ছুঁতে চেয়েছিল
তোমার আত্মায় পুষে রাখা
সেই মানুষটি হয়ে ——।

আমি পাত্তা দেইনি, দিতে চাইনা।
আমার ভাবনায়, চেতনায়, তুমি একটি
পূর্ণাঙ্গ মানুষ- দ্বিখন্ডিত নও।

তোমার অতীত – স্বপ্নচূর্ণ‍।
সেই নাম – প্রায়শই আমার হৃদয়ে
বিশাল তরঙ্গ হয়ে আঘাত হানে।।

আমি স্বর্ণের দেয়াল হয়ে গেছি
তোমার স্পর্শ, চুম্বন আমাকে
পরশ – পাথর করেছে।

আমি ক্ষয় হইনা, ঢেউয়ের তরঙ্গে
টলিনা একটুও, শত আঘাতে।
আমি তোমাকে ভালোবাসি
ভালোবাসি তোমার বতর্মান।।

Powered by themekiller.com