Breaking News
Home / Breaking News / কবি তহুরা তাসনিম “তিশা” এর কবিতা ” ভোলা চোর”

কবি তহুরা তাসনিম “তিশা” এর কবিতা ” ভোলা চোর”

কবিতাঃ-“ভোলা চোর”
কলমেঃ- তহুরা তাসনিম “তিশা”
৩-০৩-২০২২

রাজু সাহেবদের রান্নাঘরে-
সিং কেটে ঢুকেছে ভোলা চোরে,
শুনেছে এ ঘরে খাবারের বাহার-
ভোলা চোর এসেছে তাই করতে সাবাড়।
দেখতে ভোলা চিকন- চাকান
ইয়া বড়ো কুলোর মতো কান,
মাথাতে তার চুলের গাদা-
দেখলে সবাই বলে সিদা- সাদা।
খেতে পারে ভাত এক হাঁড়ি-
মুখে তার লম্বা দাড়ি,
ভোলা চোর ঢুকে ঘরে-
পরলো সোজা হাড়ির পরে,
খাচ্ছে সে ইচ্ছা মতো –
খাবার আছে রাখা যতো
পোলাও -কোর্মা দই মিষ্টি তে-
আগে পড়ে ভোলার নজরে তে।
পাজি ভোলা বেজায় নচ্ছর-
সব খাবার একলা খেয়ে করলো কাবার।
খেয়ে যে-ই একটু বসেছে-
অমনি বারান্দায় আলো জ্বলেছে,
ভোলার তো কম্ম সারা-
যদি সে পরে ধরা!
বলছে সে নিজেকে,জলদি পালা-
ধরা পড়া ভীষণ জ্বালা!
গাছের সাথে বেঁধে পিটায়,
সাথে মাথার চুল ছাটায়,
আবার মাথায় ঘোল ঢালে-
লুকায় গিয়ে গাছের ডালে।
এমনি করে প্রতি রাতে-
ভোলা বেরিয়ে পরে খাবার খেতে,
এতোবার চুরি করেও এখনো –
ভোলা চোর ধরা পড়ে’নি কখনো!!

Powered by themekiller.com