Breaking News
Home / Breaking News / কবি আফসানা আফসু’র চমৎকার কবিতা “ঈদের দিনের জন্য!

কবি আফসানা আফসু’র চমৎকার কবিতা “ঈদের দিনের জন্য!

ঈদের দিনের জন্য!

মধুমতী নদীর তীরে,
ছনের পাতার ছোট্ট নীড়ে,
মধু নামের এক কিশোরী থাকতো,
ঘুরতো একা নদীর কূলে,
বাঁধতো খোঁপা কাশফুলে,
চাদর চাদর জড়িয়ে তাকে রাখতো,
মধু নামের এক কিশোরী থাকতো।

কলমি লতা দিয়ে মধু পরতো হাতে বালা,
ঝিলের জলে শাপলা ফুলের,
গাঁথতো গলার মালা,
নামলে মধু নদীর জলে,
জানি না কি কথার ছলে,
মধু রঙের পানি নদী মাখতো,
মধু নামের এক কিশোরী থাকতো,

রক্তজবা কুসুম দিয়ে,
আলতা পরতো পায়ে,
সরষা ফুলের হলুদ যেন মাখা মধুর গায়ে,
মধুর রূপের মধু পেতে,
কাজল ভ্রমর থাকতো মেতে,
লজ্জাবতীর মত মুখটি ঢাকতো,
মধু নামের এক কিশোরী থাকতো,

মধুমতী নদীর তীরে,
ছনের পাতার ছোট্ট ঘরে,
মধু নামের এক কিশোরী থাকতো,
ঘুরতো একা নদীর কূলে,
বানতো খোঁপা কাশঁফুলে,
চাদর চাদর জড়িয়ে তাকে রাখতো,
মধু নামের এক কিশোরী থাকতো।

Powered by themekiller.com