সাদা ফুলের মালা
-মো.হুমায়ুন কবির
আমায় তুমি আনতে বলো
সাদা ফুলের মালা
দিলাম এনে সঙ্গে আরো
হরেক ফুলের ডালা।
তোমার প্রিয় ফুলের মালা
খোঁপায় দিলাম গেঁথে
ফুলের সাজে বললে আমায়
সঙ্গে তোমার যেতে।
কোথায় যাবে লক্ষ্ণী মেয়ে
আমায় তুমি বলো
হঠাৎ দেখি দুচোখ তোমার
জলে টলোমলো!
হাতটি ধরে বললে তুমি
আজ সারাদিন ঘুরবো
প্রজাপতি হয়ে দুজন
ডানা মেলে উড়বো।