Breaking News
Home / Breaking News / কবি আলো’ কবিতা “আমরা সবাই পণ্ডিত”

কবি আলো’ কবিতা “আমরা সবাই পণ্ডিত”

আমরা সবাই পণ্ডিত
★….আলো….★

আমরা সবাই পন্ডিত
কেউ কারো থেকে কম নই,
ছোটো হবো বলে নিজ কথাতেই
দৃঢ়ভাবে অটুট রই।

ছোট-বড় আজ সবাই জানে
জ্ঞান দিতে ভালোভাবে,
আরে আমরা তো সবাই পন্ডিত
এক হলেই বিশাল দ্বন্দ্ব লেগে যাবে।

নিজে যা জানি সেটাই সঠিক
অন্যে যা জানে সব ভুল,
একরোখা হয়ে দাড়িয়ে থাকি
সত্য জেনেও সরিনা এক চুল।

নিজের গুণগানই আজ গেয়ে যাই
নিজেই ঢাকঢোল পিটিয়ে,
অন্যের কথায় কি যায় আসে তাতে
যতই শুদ্ধ জল যাক না ছিটিয়ে।

সঠিক মাসআলা দিতে এলে কেউ
শুনিয়ে দেই দশ কথা,
আমরা কেহই তো কম জ্ঞানী নই
যতই দেখাক না সঠিক প্রথা।

যাচাই-বাছাই না করেই
অযথাই যাই চেঁচিয়ে,
আপন কথাতেই রয়ে অটুট
নতুন নতুন কথা বলি পেঁচিয়ে।

তবুও পিছু হটি না সত্যকে মানিনা
ভুল জেনেও ভুল করি,
আরে আমরা তো সবাই পন্ডিত
নিজ নিয়মেই নিজেকে গড়ি।

Powered by themekiller.com