Breaking News
Home / Breaking News / কবি হুসাইন মেরাজ এর কবিতা “মন বাতায়নে তুমি “

কবি হুসাইন মেরাজ এর কবিতা “মন বাতায়নে তুমি “

কবিতা- মন বাতায়নে তুমি
কলমে- হুসাইন মেরাজ
তারিখ- ০১/০৩/২০২২ইং

মন বাতায়নে,
কল্পলোকে নয় হৃদ ভূমে,
কারুকার্য খচিত স্বর্গীয় মহলে,
আমার প্রেমের তাজমহলে আছো তুমি।

এলোচুলে একান্ত আনমনে
ঠায় দাঁড়িয়ে কি যেন ভাবছিলে?
আমার দৃষ্টির সীমানায় ছিলে,
ঠিক তখনই মনটা জানান দিল।

তুমি হয়তো ভালোবাসার উর্দ্ধে বিরাজমান
অনুভূতিহীন পাথর তুল‍্য সত্তা,
তাই কষ্টে গড়া তাজমহলে কাটিয়ে দিলে দীর্ঘ পথ,
অথচ বুঝলেইনা মন বাতায়নে তুমি আছো।

তিল তিল করে সৃজিত কাননে
তোমার পছন্দের গোলাপ, জুঁই, বেলী, হাসনাহেনা, আরও আছে বকুলের সমারোহ,
তোমার ভীষণ পছন্দ সুবাসিত পাখির কূজন।

আমার কষ্টার্জিত ফুলেল সমারোহে কি পেলাম?
রিক্ততা, প্রেমহীন ফসল যা নিয়ত তাড়িত করে,
তবে তোমার দেওয়া ব‍্যথাতুর মনে একটি সান্ত্বনা,
প্রস্ফুটিত ফুল দুটিই আমার বাঁচার আশা।

হয়তো কবেই নিঃশেষিত হতো আমার ব‍্যর্থ প্রেম,
রিক্ত দেহখানি লুটিয়ে পড়তো তোমার সম্মুখে,
এমন অনুভূতিহীন প্রেম আজও আছে?
প্রেয়সী তার প্রেমালয় চেনেনা?

আমার শতভাগ ব‍্যর্থতা নিয়েই এগিয়ে যেতে চাই
একদিন নিশ্চয়ই প্রেমালয় খুঁজে পাবে,
যেদিন আমার নিথর দেহখানি শায়িত রবে,
ব‍্যস্ত রবো পরকালের কঠিন পুলসিরাতে।

©কবিস্বত্ব সংরক্ষিত ®

error: Content is protected !!

Powered by themekiller.com