Breaking News
Home / Breaking News / পশ্চিমবঙ্গের কবি অনমিত্র স্যানাল এর কবিতা “প্রেমাস্পদ”

পশ্চিমবঙ্গের কবি অনমিত্র স্যানাল এর কবিতা “প্রেমাস্পদ”

প্রেমাস্পদ

অনমিত্র

১৯/০২/২০২২

প্রেম যদি ভীরু হয়,
তাহলে সে প্রেমাস্পদ নয়,
তাহলে সে বহুরূপী,
কখনো সে বিছানার কাছে
সাপের ফনার মতো ওৎ পেতে আছে,
যেখানে স্পর্ধাটুকু চোখের পাতার মতো স্থির অবনত,
বেঁধেছে সীমানা দিয়ে সব অক্ষমতা ,
এমন অযোগ্য প্রেম দু-চোখের ক্ষত…
মাথার মধ্যে ঘোরে কানা মৌমাছি, ভনভন ওড়ে,
এমন সুলভ প্রেম আমি তো মানিনা,আমি তো স-প্রেম,
আমি তবে যেখানে জলদ প্রেম সেইখানে আছি,
মাছের চোখের মতো ধরে আছি প্রেম সদ‍্যোজাত,

প্রেম যদি ভীরু হয়,
তাহলে সে প্রেমাস্পদ নয়,
তাহলে সে প্রাতিষ্ঠানিক,একপেশে,
পথচলতি অতিচেনা জলধারা হয়ে,ধুয়ে যাওয়া মস্ত উঠোন,

প্রেম যদি জেদি হয়,
তাহলেও সে প্রেমাস্পদ নয়,
প্রেম তবু জেদি হয়,প্রেম হয় গাছের মতো..দীর্ঘ ছায়ার মতো, শুস্ক ঋষির মতো দীঘল,
নদীর কাছাকাছি,মাখামাখি বাল্যপ্রেম অথবা
নিবিড় চুম্বনে ভীষন একাকী,ধৈর্যশীল ছায়ার মতন,
চিহ্নিত গাছেরা সব,নির্দিষ্ট ঋতুতেও বাসনায় টলোমলো হয়,
ফুল দেয়, ফল দেয়,

ভাদ্রের কঠোর রোদ্দুরেও,সব গাছ প্রেমিক হয়েছে,
বেশ নিরুপদ্রপ,
প্রেম তবে ভীরু নয়,
প্রেম তবে বেশ প্রেমাস্পদ…

Powered by themekiller.com