Breaking News
Home / Breaking News / হাইমচরবাসীও বঙ্গবন্ধুর সোনার বাংলার সকল সুফল ভোগ করবে……….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

হাইমচরবাসীও বঙ্গবন্ধুর সোনার বাংলার সকল সুফল ভোগ করবে……….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলায় জেলে পুর্নবাসন কর্মসূচীর আওতায় জেলেদের মাঝে গবাদিপশু বিতরণ কালে শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি বলেছেন চাঁদপুর সদর ও হাইমচরবাসী আমাকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত করে যে সম্মান দিয়েছেন আমি গর্বিত, নদী ভাঙ্গন কবলিত হাইমচরবাসীর জন্য কিছু করতে পেরেছি এখানেই শেষ নয়, জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার সকল সুফল হাইমচরবাসীও পাবে।

১৮ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩টায় হাইমচর উপজেলা পরিষদ মাঠে মৎস্য বিভাগের পক্ষ হতে জেলেদের মাঝে গবাদিপশু , প্রানী সম্পদ বিভাগ হতে দুগ্ধ খামারীদের মাঝে ক্রীম সেফারেশন মেশিন, ত্রান শাখার মাধ্যমে গরীব অসহায়দের জন্য ঢেউটিন বিতরন করা হয়েছে।
এর পূর্বে হাইমচর সরকারি মহাবিদ্যালয় কলেজ এর ৬তলা বিশিষ্ট একাডেমিক ভবন ভিত্তি প্রস্তর স্থাপন শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে ও , সহকারী কমিশনার আব্দুল্লাহ আল ফয়সাল এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, এসকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভুইঁয়া, তাফাজ্জল হোসেন এসডিও পাটওয়ারী, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ মাসুদ আলম মিল্টন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুল রহমান টুটুল, হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ খুরশিদ আলম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, হাইমচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, জেলা আওয়ামী মৎস্য জীবীলীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক দেওয়ান, সহ প্রশাসনের কর্মকর্তা, জেলা উপজেলা পর্যায়ের দলীয় নেতৃবৃন্দ।

Powered by themekiller.com