Breaking News
Home / Breaking News / খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে… পুলিশ সুপার মিলন মাহমুদ

খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে… পুলিশ সুপার মিলন মাহমুদ

মোহাম্মদ সিন্টুঃ
মঙ্গলবার পুলিশ লাইন্স চাঁদপুর মাঠে আন্তঃজেলা পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ উদ্বোধন হয়েছে। উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) ও বিশেষ অতিথি হিসেবে পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী।

মাননীয় পুলিশ সুপার বেলুন ফেস্টুন উড়িয়ে পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২ শুভ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিট হতে অংশগ্রহণকারী ০৮ টি দল উপস্থিত ছিলেন। উদ্বোধনী পুলিশ সুপার কাপ ম্যাচে অংশ নেন সদর সার্কেল টিম বনাম মতলব সার্কেল টিম। খেলা শেষে মাননীয় পুলিশ সুপার মহোদয় বিজয়ী দলের কনস্টেবল শরীফুল ইসলাম (সদর সার্কেল টিম)কে ম্যান অব দ্যা ম্যাচ প্রদানসহ সকলের উদ্দেশ্যে জানান খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে জেলার কেন্দ্রীয় পুলিশ ক্রিকেট টিম গঠন করা হবে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com