Breaking News
Home / Breaking News / প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছি : যুব ও ক্রীড়া সচিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছি : যুব ও ক্রীড়া সচিব

মো কামরুল হোসেন সুমন,ভোলা প্রতিনিধিঃ
উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোলায় শুরু হয়েছে মুজিব শতবর্ষ ভোলা জেলা ক্রিকেট লীগ ২০২১-২০২২। বৃহস্পতিবার দুপুরে ভোলার গজনবী স্টেডিয়ামে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজবাহ উদ্দিন বলেন, বাংলাদেশ বিশ্বে এখন খেলাধুলা দিয়ে অনেকটা পরিচিতি লাভ করেছি। আমাদের জাতীর পিতা বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমান এর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছি। এখন তার নেতৃত্বে খেলাধুলাও আমরা অনেটকা অগ্রসর হয়েছি। খেলা এবং খেলোয়ারদের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। খেলাধুলায় বিশেষ করে ক্রিকেট খেলায় বাংলাদেশ আজ সারা বিশ্বে অনন্য স্বাক্ষর রেখেছে। ফুটবল খেলাও ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। এর পাশাপাশি আমরা অনেক খেলাধুলাও এগিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, দেশের নবীন তরুণ যুব সমাজকে খেলাধুলাতে বেশি বেশি অংশ গ্রহন করতে হবে। তা হলে যুব সমাজ মাদক থেকে মুক্ত থাকবে। এজন্য সরকার খেলাধুলায় অনেক বেশি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। প্রতি উপজেলায় সরকার এখন খেলাধুলার জন্য মিনি স্টেডিয়াম করে দিচ্ছে যেন যুব সমাজ মাঠে থাকেন। আশাকরি আগামী ২ বছরের মধ্যে সকল উপজেলায় এই সব স্টেডিয়াম সম্পন্ন হবে বলে জানান।

বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, আমরা অবকাঠামো করে দিলে হবেনা। খেলোয়াড়দের মান উন্নয়নে খেলায়াড়দের এগিয়ে আসতে হবে। কঠোর অনুশীলন করতে হবে প্রতিটি খোলায়াড়কে। তাহলেই আমাদের সফলতা আসবে বলে জানান।

জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে ভোলা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরীর সভাপত্বিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আলমগীর খান আলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভোলা জেলার সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, যুগ্ম সম্পাদক মোনতাসির আলম রবিন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন সাংস্কৃতিক কর্মী তালহা তালুকদার বাধঁন।

টানা এক মাস ব্যাপী অনুষ্ঠিতব্য লীগে মোট ১০টি দল অংশ গ্রহন করছে। শুক্রবার উদ্বোধনী ম্যাচে কালীনাথ রায় বাজার একাদশ বনাম কালিবাড়ী একাদশ অংশ নিবে। আগামী ০৯ মার্চ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের করণে দীর্ঘদিন ক্রিকেট লীগ বন্ধ থাকার পর আবারও ভোলা মাঠে ফিরছে ক্রিকেট লীগ। দীর্ঘ বিরতির পরে টার্ফ উইকেটে (মাটির পিচ) ক্রিকেট লীগ হওয়ায় ক্রিকেট খেলোয়ারদের মাঝে প্রাণ সঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা বলছেন অনেক দিন পরে মাঠে ক্রিকেট আয়োজন করার জন্য জেলা ক্রিড়া সংস্থাকে ধন্যবাদ জানান। পাশাপাশি খেলোয়াড়দের স্বার্থে প্রতি বছর ক্রিকেট চালু রাখার জন্য অনুরোধ জানান খেলোয়াড়রা।

Powered by themekiller.com