Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা ● ইঙ্গিতে কিছু ●

কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা ● ইঙ্গিতে কিছু ●

● ইঙ্গিতে কিছু ●
– রিটন মোস্তফা (রিটন)

ভিতরে কাঁদছে কেউ
শেকল বন্দি আর্তনাদে।
গোপনে মরছে কেউ
বাহির আকাশের আঁধার দেখে।

বহুদিন হলো অসুস্থ পৃথিবী
অসুস্থ আমি, তুমি এবং সেও
ধরণীর বুকে মাটি নেই পানি
বহুদিন হলো অন্তর জুড়ে ফুঁসছে কেউ ।

আগুন নিভে কয়লা ধোঁয়া
কালির টানে ভাগ্য রেখা
চাতকের চোখে পট্টি বাঁধা
বহুদিন হলো গন্ধ ছড়িয়ে মরেছে কেউ।

এখানে সব হয়, সব কিছু
অমানবিক এখন মানবিক ঢং
স্বার্থের দড়িতে মাপা জীবন এখন
লম্বা লম্বা ধাপে হাঁটছে তো সেও।

বিবেক, মনুষ্যত্ব, ভালোবাসা
স্বাধীনতার ডানা ভাঙা আস্ফালন
উঁচু আঙুলে পুতুল নাচে
পরিহাসের হাসি আড়ালে হাসছে কেউ।

মরে গেছে মন, মরে গেছে প্রেম
বিবেকের পায়ে শেকল এখন
এটাই শেষ, হয়তো এটাই এখন
কবিতার আর্তনাদ, ক্ষীণ তো সেও।

চলো এবার শ্মশান কিম্বা কবরে
চলো দেখে আসি স্মৃতিসৌধ
সারিসারি সাজানো লাশের ঢেউ
চলো দেখে আসি নতুন আবার মরলো কেউ।

ঈশ্বর বসে টানছে সুতো
শেষ পরিণতির হুঙ্কারে “ঘেউ..”
শেষ ধাপে ঘুরছে সময়
হয়ত এই তমসায়, হাসছে সেও….।

ও ভাই, এটাকে সেটাই ভাবুন
যেটা ভাবলে বুঝবে না কেউ…..। 🤣

Powered by themekiller.com