Breaking News
Home / Breaking News / কবি হুসাইন মেরাজ এর কবিতা ” নির্বাক চেয়ে রই “

কবি হুসাইন মেরাজ এর কবিতা ” নির্বাক চেয়ে রই “

শীতের নিদারুণ বাস্তবতা নিয়ে আমার একটি কবিতাঃ-

কবিতা – নির্বাক চেয়ে রই
কলমে- হুসাইন মেরাজ
তারিখ- ২২/০১/২০২২ইং

কনকনে শীতে ফুটপাতে, স্টেশনে, বস্তিতে
কতো না অসহায় গরিব দুঃখী থাকে,
উদম গায়ে, নগ্ন পায়ে থরথর কাঁপে
তবুও সামান্য শীত বস্ত্র নাহি জুটে।

ক্ষুধার্ত অস্থির মানুষেরা পথে পথে ছুটে
যদি দু’মুঠো অন্ন জোটে, পেটের জ্বালা মেটে,
ডাষ্টবিনের নোংরা ঘেটে, কাগজ কুড়িয়ে বেচে
পরিবারের সামান্য অবলম্বন যদি ঘটে।

আমি নির্বাক চেয়ে রই, এতো অর্থবিত্ত পেল কই
সোনায় মোড়ানো খাটে, দিবারাত্রি স্বপ্ন আটে,
দু’হাতে মোহর উড়িয়ে সুখ খোঁজে,
মরীচিকার পিছু ছুটে নির্ঘুম রাত কাটে।

স্বপ্ন বিলাসী চোখ তবুও মিছে স্বপ্নের জাল বুনে
মরা নদীতে ঢেউ তোলে, বেকুবের দল অট্টহাসে,
অসহায়, গরিবের নোনা জলে চক্ষু ভাসে
একটু সহানুভূতির আশে চাতকের ন‍্যায় চেয়ে থাকে।

ধনী গরিবের ভেদাভেদ কভু নাহি ছুটে
এতিম, মিসকিনের প্রাপ‍্য সম্পদ লুটে,
বিলাস বহুল অট্টালিকা, প্রাসাদ গড়ে
দান খয়রাতের কথা বেমালুম যায় ভুলে।

মিছে এদিক ওদিক ছুঁটে, জীবন যৌবন লুটে
অর্থবিত্তের পাহাড়ে উঠে দেখি হিসেবের খাতা শূণ্য,
নেই একফোটা পূণ্য রিক্ত ললাটে
তবে কেন ফেললে আমায় এমন অস্থির ভাগাড়ে?

রচনা কাল:- ১৫/০১/২০২২ইং

©কবিস্বত্ব সংরক্ষিত ®

Powered by themekiller.com