Breaking News
Home / Breaking News / কলকাতার বিশিষ্ট কবি শুভা লাহিড়ীর কবিতা “বাবা মানে”

কলকাতার বিশিষ্ট কবি শুভা লাহিড়ীর কবিতা “বাবা মানে”

“বাবা মানে”
“শুভা লাহিড়ী”
*************************

বাবা মানেই প্রথম আলাপ,প্রথম পাওয়া শিক্ষা!
বাবা মানেই নিয়ম নীতির প্রথম নেওয়া দীক্ষা!

বাবা মানেই প্রথম পাঠের, প্রথম পাওয়া গুরু!
বাবা মানেই হাতটি ধরে, প্রথম হাঁটা শুরু!

বাবা মানেই স্নেহের বাঁধন, প্রথম দেওয়া সুর!
বাবা মানেই আগলে রাখা,নয়তো সেটা দূর!

বাবা মানেই সুখের বাহার,যেথায় খুশি যাওয়া!
বাবা মানেই ইচ্ছে গুলোর হদিস খুঁজে পাওয়া!

বাবা মানেই মুখ টা দেখেই বুঝতে পারে সব!
বাবা মানেই বিশাল হৃদয়,নেই তো কলরব!

বাবা মানেই আদর্শ আর সৎ পথেতে চলা!
বাবা মানেই সত্যি কথা সবসময়ই বলা!

বাবা মানেই সাথে আছি,নেইকো কোনও ভয়!
বাবা মানেই উৎসাহ দেয়,করবো মোরা জয়!

বাবা মানেই বুদ্ধিদীপ্ত চোখই কথা বলে!
বাবা মানেই আগলে রেখে মোদের সাথে চলে!

বাবা মানেই ব্যক্তিত্বের পাহাড় সম ধারণ!
বাবা মানেই খারাপ কাজে করেন সদাই বারণ!

বাবা মানেই বটের ছায়া,মোদের সবার তরে!
বাবা মানেই একাই ভেজেন রোদ, বৃষ্টি ঝড়ে!

বাবা মানেই অনেক স্মৃতি ক্যানভাসেতে ভরা!
বাবা মানেই ভালোর তরে হতেও দেখি কড়া!

বাবা মানেই সাইকেলেতে সামনে বসা আমি!
বাবা মানেই পূরণ আমার অযথা পাগলামি!

বাবা মানেই প্রথম জলে শেখা সাঁতার কাটা!
বাবা মানেই নিজের বেলায় জামাটা হয় ফাটা!

বাবা মানেই নিঃস্ব হয়েও সন্তান সুখ চাই!
বাবা নামের বিকল্প যে ,তাইতো কোথাও নাই!

বাবা আমার হৃদয় জুড়ে অবিরত থাকে!
মাঝে মাঝেই স্বপ্নে এ মন “বাবা” বলে ডাকে!

Powered by themekiller.com