Breaking News
Home / Breaking News / কলকাতার কবি সোনালী আদক মাকে নিয়ে অসাধারণ কবিতা “মা যে মায়ের মতন”

কলকাতার কবি সোনালী আদক মাকে নিয়ে অসাধারণ কবিতা “মা যে মায়ের মতন”

মা যে মায়ের মতন
সোনালী আদক
২০/০১/২২

মা যে আমার চলে গেছে, আর আসে না ফিরে
তারার দেশে হারিয়ে গেছে, মেয়ের বুকটা ফাঁকা করে।
তোমার প্রিয় জিনিস গুলো, তোমার পরশ মাখা পড়ে
স্মৃতি গুলো উসকে দিয়ে, মাগো আছো দূরে সরে।
মনটা কেবল ধূ ধূ করে, বুকের শূন্য উঠোন খানায়
কোনায় কোনায় আজো তোমার, উপস্থিতিই জানায়।
জীবনের নব কাব্য রচনায়, আমি ব্যস্ত যখন সংসারে
ঠিক তখনই ফাঁকি দিয়ে গেলে ,আর না ফেরার দ্বারে।


আলতা রাঙা তোমার পা দু খানা, আজো চোখে ভাসে
আলনার লাল ডোরা শাড়িতে মা যেন, চুপটি করে হাসে।
যে বুকেতে মাথা রেখে, জুড়াতো ক্লান্তির বোঝা
যন্ত্রনা গুলো বুকের ফসিল, শূন্যতায় তোমায় খোঁজা।
কোন সে অজানা দেশে হটাৎ গেছো মা তুমি, না বলে
শীতল আদর মাখতো মেয়ে, লুকিয়ে তোমার কোলে।
মা কী এখনো খোঁজ রাখে মেয়ের কষ্ট,মন্দ কিছু হলে
মনটা কেমন করে মায়ের, জানতে পারে মেয়ে না খেলে।
এই ন মাসে কেউ বলেনি এখনো, তোমার মতো করে
একটু ঘুমো আমার কোলে,ও বাড়িতে উঠিস তো তুই ভোরে।
দুমুঠো ভাত দিই না খাইয়ে, সেই ছেলে বেলার মতো
আবদার আদরে প্রান জুড়াতো,মিটতো মনের ক্ষত।
আকুল হয়ে খুঁজি মাগো, ক্লান্তি হীন একটু ভালোবাসা
কোথায় গেলে পাবো মাগো, তোমার মত স্বার্থহীন ভরসা।
তোমার মতো কেউ বাসে না ভালো, কেউ করে না যতন
তোমার তুলনা হয় না মাগো, মা যে মায়ের মতন।

Powered by themekiller.com