Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা ■ হেঁটে আসি চলো ■

কবি রিটন মোস্তফা রিটন এর কবিতা ■ হেঁটে আসি চলো ■

■ হেঁটে আসি চলো ■

জীবনের এই মধ্যবর্তী সময়ে এলে?
চলো হেঁটে আসি ঐ সমুদ্র বিশালে।

দেখে আসি মুক্ত জলস্রোত, শামুক
দেখে আসি তার বিস্তীর্ণ বিশালতা।

ডুব দেই তার গভীরে,দেখি অধরে
জেনে নেই কিভাবে রেখেছে সমস্ত।

এখানে মানুষের ভীড়ে মানুষ অচেনা
একটু ঘা’এ অস্থির জীবন ও জীবিকা।

কেউ কাউকে চেনেনা,জানেনা একদম
বোঝেনা কেন কে কাঁদে, কে হাসে কখন।

দেখতে চায়না পদতলে কে পিষ্ট হলো
মানতে চায় না স্বার্থ বিরোধী অকারণ।

এত বড় পৃথিবীর মুখ এতটা ছোট, আশ্চর্য।
এত কম তার ধারণ ক্ষমতা, জেনে গেছে মন।

চলো এবার এই পৃথবীর সমুদ্র দেখে আসি।
কি বিশাল অস্তিত্ব নিয়ে আঁছড়ে পড় বুকে।

Powered by themekiller.com