Breaking News
Home / Breaking News / কবি শ্যামল ব্যানার্জীর কবিতা ” চলকে যাবো.. নষ্ট হবো “

কবি শ্যামল ব্যানার্জীর কবিতা ” চলকে যাবো.. নষ্ট হবো “

কবিতা — চলকে যাবো.. নষ্ট হবো
শ্যামল ব্যানার্জী
২০/০১/ ২০২২

কেমন আছিস.. ভালো আছিস
আমার কথা ছা’র
মাস ভুলেছি দিন ভুলেছি
ভুলেছি আজ কি বার।
দেখতে পেলেম চৌরাস্তায়
দিব্য আছিস তুই
ইচ্ছে তখন ভীষণ ছিলো
তোকে একটু ছুঁই।
কি ভেবে আর যাইনি কাছে
তোর মনটা কি আগের আছে?
থাকলে প’রে দেখতে পেতিস
আমার নিঝুম রাত
রাত বিরেতে আজও খোঁজে
তোর নরম দুটো হাত।
কেমন আছিস.. ভালো আছিস?
আমার কথা ছা’র–
একটু না হয় চলকে গেলাম
একটু না হয় পিছলে গেলাম
একটু না হয় বিগড়ে গেলাম
এমন কিছু হয় কি ক্ষতি,
ফিরলে মতি
তোর কাছেতেই রাখবো দলিল
আমার স্খলন ইতিহাস।
তখন আমায় পালিশ কোরিস
ঝগড়া কোরিস,
অভিমানের পাহাড় তুলিস
আমি না হয় হলামই এক
আমার ভুলের অমনিবাস,
তোর কাছেতেই রাখবো দলিল
আমার স্খলন ইতিহাস।
একটু না হয় চলকে গেলাম
একটু না হয় পিছলে গেলাম
একটু না হয় বিগড়ে গেলাম
চোরাবালির স্রোতে,
এমন কি আর ক্ষতি তাতে
মাহফিলের রাতে।
আসমানী দিল চাইলে প’রে
মন কি আর থাকে ঘরে,
বেবাক মরে বুদ্ধি ভ্রমে
চক্র যানে ঘুর্ণি প্রেমে
চলকে গেলে
পিছলে গেলে
কিংবা একটু বিগড়ে গেলে
মস্ত বড় হয়কি ক্ষতি।
তোর ছিলাম তোরই আছি
তোর কাছে নেই তো ফাঁকি
চলকে গেলেও, পিছলে গেলেও,
বিগড়ে গেলেও,
প্রায়শ্চিত্তে তোরই থাকি।
একবার না হয় নষ্ট হলাম-
নষ্ট হওয়ার তকমা নিয়ে
ঘুরেই এলাম,
ঘিঞ্জি শহর মাঝ রাতেতে
উদমপনায় কিস্তি দিলাম,
একবার না হয় ইচ্ছে করেই
নষ্ট হলাম।
ফুলমতি তুই মিছেই ভাবিস
ভালোবাসার দিব্যি গালিস
নষ্ট হওয়া অতই সহজ
চরিত্র কি খোলাম কুচি?
ভর দুপুরে মাতাল হবো
বেশ্যা বাড়ির উঠোন ধোবো,
শ্মশান ঘাটে মরা পোড়াবো
জুয়ো খেলবো তিন পাত্তির
দিন রাত্তির,
নষ্ট আমায় হতেই হবে।
নষ্ট হওয়ার মানেটাকে
বুকের মাঝে জড়িয়ে ধরে
লিখবো মনের আকাশ ভরে
নষ্ট বিবেক, নষ্ট সমাজ, নষ্ট মানুষ
একাকারে,
ভালো মানুষের জবর দখল
বিবেক অন্তঃপুরে
অন্তকরন ধুয়ে দিয়ে,
গঙ্গাজলে ডুব দেবো আজ
বাহির নকল ভাসিয়ে দিতে।
এবার আমি নষ্ট হবো,
নষ্ট আমায় হতেই হবে।
নষ্ট হবার সকল রসদ
নষ্ট কালের পেটের খোলে।
নষ্ট হলো কানাই বলাই
চরিত্রের আরং ধোলাই
এসব কি আর রাখে মানে
এবার আমি নষ্ট হবো
সাধ রেখেছি মনের কোণে।
কেমন আছিস ভালো আছিস –
ভালো থাকিস সংগোপনে।

Powered by themekiller.com