Home / Breaking News / কবি সাগর আহমেদ এর কবিতা ” জল জোছনা “

কবি সাগর আহমেদ এর কবিতা ” জল জোছনা “

জল জোছনা

সাগর আহমেদ

সেইদিন
তুমিতো ডুবে ছিলে জল জোছনায়
আমিও ভেসে গেছি আকাশের নীলাম্বরী নীলে,
আবেগী মুগ্ধ চন্দ্রমায়
অতঃপর ভেসেছি ,ডূবেছি
মেঘমল্লায়,লুব্ধকের রংয়ে ঝিলমিলে ।

দু’জনে হেঁটেছি পথ
বহু পথ
হাতে রেখে হাত,
নৌফেল, হাতেমের দীর্ঘ সফর শেষে
মুগ্ধ চোখে চোখ
পরিযায়ী পাখিরাও এনেছে প্রভাত ।

বর্ষার ঝিরিঝিরি ধারায় ,দমকা বাতাসে
কামনার সাপ নাচে
ফুলে ফুলে ওঠে নৌকার পাল,
রুপাঞ্জলি রাত শেষে, সকালের নরম আলোতে
তুমি-আমি যুগপৎ,অধির আবেগে
আঁকড়ে ধরেছি রোমাঞ্চিত প্রণয়ের হাল ।

সেই থেকে তোমাকেই
শুধুই তোমাকে
আরব্য রজনীর সেহেরজাদ, অর্পা প্রেম জানি,
ভাসাও আগুনে তূমি ,ভাসাও শ্রাবণে
শোনাও, শোনাও,
সহস্র এক রাতের ঘুমহারা প্রনয় কাহিনী ।

error: Content is protected !!

Powered by themekiller.com