Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতু’র কবিতা “পরাজিত খেলা “

কবি সারমিন জাহান মিতু’র কবিতা “পরাজিত খেলা “

পরাজিত খেলা

সারমিন জাহান মিতু
১৪-০১-২০২২

প্রতিটি মুহূর্ত একটা খেলা চলছে মৃত্যুর সঙ্গে – আমি খেলছি নাকি সে!!
ধূ-ধূ অন্ধকারের মতো সব প্রিয় মুখচ্ছবি- ঠান্ডামিষ্টি একটা হাওয়ার স্পর্শ – তারপর অলীক স্বপ্নঘোরের ইতিপত্র,
হায়রে নিঃশ্বাসের দম্ভ- এই বুঝি জীবন।
মৃত্যুর পরোয়ানা হাতে দাঁড়িয়ে কি বিভৎস হাতছানি – আমি আহত পাখির মতো চেয়ে আছি,
যদি পরাজিত হতে হয় এই বিকট বাঁশির সুর – আমার কর্ণ নাসিকা কর্তন করে হৃদয় স্পর্শ করে।
আর যদি দেখা না হয় তোমার সাথে – তোমাদের সাথে,
সময় ঘন্টা পেরিয়ে চলে যেতে হয় – একলা অতল গহ্বরে।
আমি আমার জন্য কাঁদতে শিখিনি আজও – যতটা চোখের পাতায় ভেজা জল সবটুকু তোমার জন্য – তোমাদের জন্য,
ভুলে যেতেই পারো – ইতিহাসের পাতা খুঁড়ে কেউ মনে রাখার গল্প বলে না – কে কবে ছেড়েছিল এ পথ।
আর যদি অপরাজিত হতে পারি এ খেলায় – আমি দশদিগন্ত খুঁড়ে খুঁড়ে হাজার শব্দের সুবিন্যস্ত কবিতা লিখবো আবারও তোমার নামে,
জনম জনম ইতিহাসের পাতায় একটি মাত্র পদ্য ভালোবাসার কথা বলে যাবে তোমার নাম ধরে।
যদি পরাজিত হয়ে ফিরে যায় সে – অথবা আমি,
বৃষ্টির আল্পনায় এঁকে দিও স্বর্গদুয়ারে ভালোবাসা কেমন করে কাঁদে।
মনে রেখো অথবা ভুলে যেও দূর দিগন্তে ছোট হয়ে আসা তারা।

error: Content is protected !!

Powered by themekiller.com