Breaking News
Home / Breaking News / সরকারের নীতিমালায় দেশের প্রতিটি জেলা ইউনিয়নে প্রাইমারি ও বালিকা বিদ্যালয় জাতীয় পর্যায়ে নেয়া হবে.. আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি

সরকারের নীতিমালায় দেশের প্রতিটি জেলা ইউনিয়নে প্রাইমারি ও বালিকা বিদ্যালয় জাতীয় পর্যায়ে নেয়া হবে.. আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুর ২ আসনের সংসদ সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেছেন, সরকারের নীতিমালায় দেশের প্রতিটি জেলা ইউনিয়নে একটি করে প্রাইমারি ও বালিকা বিদ্যালয় জাতীয় পর্যায়ে নেয়া হবে। করোনা মহামারিকালে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আপনাদের দোয়ায়, যাতে আপনাদের এবং জয়পুরহাটবাসীর খেদমত করতে পারি। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন ছাড়া কোনো কাজকে উন্নত করা সম্ভব নয়, আপনার সন্তানকে যতই কষ্ট হোক তাকে শিক্ষার স্বাদ গ্রহন করতে স্কুলে পাঠাবেন, এরাই আগামীর দেশ পরিচালনায় নিজেকে নিয়োজিত করতে পারবে। এমনকি একটি শিক্ষিত সন্তান এ সমাজকে আলোকিত হয়ে মানুষের কল্যানে নিজেকে উৎস্বর্গ করবে। রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আহসান কবির বিপ্লবের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, সমাজ ও রাজনৈতিক নেতারা একে অপরের প্রতি সন্মান প্রদর্শণ করতে হবে, আমাদের মধ্যে কোনো বিভাজন নয়, পাশাপাশি এ সমাজকে সুন্দর পরিবেশ সৃষ্টি করে উন্নয়নশীল করতে হবে। আমাদের মনে রাখতে হবে সন্তানরা শিক্ষিত হলে আমরা সমাজে মাথা উচু করে বসবাস করতে পারবো। জামালপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্ভোধনকালে জয়পুর হাট সংসদ সদস্য ১২ জানুয়ারী বিদ্যালয় মাঠে বিশাল সভায় এ কথা গুলো বলেন। একাডেমিক ভবণ উদ্ধোধনকালে জয়পুরহাটের জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com