Breaking News
Home / Breaking News / কলকাতার বিশিষ্ট কবি শুভা লাহিড়ীর কবিতা “প্রতিক্রিয়া “

কলকাতার বিশিষ্ট কবি শুভা লাহিড়ীর কবিতা “প্রতিক্রিয়া “

#কবিতা:–“প্রতিক্রিয়া!”
#কলমে:–শুভা লাহিড়ী
#তারিখ:–11/01/2022
******************************
আচ্ছা সত্যি করে বলো তো!
আমায় অন্য কারোর পাশে দেখলে তোমার কি কষ্ট হয় ঠিক আগের মতো!
আমার হাতে অন্য কারোর হাত থাকলে তোমার কি রাগ হয় ঠিক আগের মতো!
এখনও ফাঁকা রাস্তায় আমায় একা দেখলে কি তোমার বুকের মধ্যে ঢিপ ঢিপ শব্দ হয় ঠিক আগের মতো!
এখনও আমার কথা মনে আসলে কি তুমি পাগলের মতো ফোন খোঁজ একটু ভিডিও কলের জন্য ঠিক আগের মতো!
আচ্ছা এখনও কি আমায় তুমি মিস করো ঠিক আগের মতো!
তুমি কি তোমার বর্তমানের ভিড়ে অতীত হারিয়ে বসে আছো ঠিক আগের মতো!

আমার জানা নেই তোমার মনের ক্রিয়া প্রতিক্রিয়া!
তবে আমার ক্ষেত্রে আমি বলবো তোমার পাশে অন্য কাউকে দেখলে আমি খুব কষ্ট পাই আজও!
তোমার হাতে অন্য কারোর হাত দেখলে হিংস্র হয়ে উঠি আজও!
ফাঁকা রাস্তায় তোমায় একা পেলে ছুট্টে গিয়ে জড়িয়ে ধরতে ইচ্ছে করে আজও!
আর তোমায় মনে পড়ার কথা বললে বলবো,আমি প্রতিটি ক্ষণে তুমিই বিরাজ করো আমার মন প্রাণ জুড়ে!
তুমিই আমার অতীত !তুমিই আমার বর্তমান !আর তুমিই আমার ভবিষ্যৎ!!

Powered by themekiller.com