Breaking News
Home / Breaking News / চাঁদপুরে ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

চাঁদপুরে ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

মোহাম্মদ সিন্টুঃ
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নির্বাচিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩ জন ও মতলব দক্ষিণ উপজেলার ৪ জন চেয়ারম্যান শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোট ১৭ জন চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ।

শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন। আজকের শপথ বাক্যের প্রতিটি কথা আপনাদের মেনে চলতে হবে। আপনাদের বিচারিক ক্ষমতাও দেওয়া আছে। গ্রাম আদালতের বিচারগুলো যেন সঠিকভাবে নিষ্পত্তি করা হয়, সেদিকে খেয়াল রাখবেন। ওয়ারিশ সনদ ও নগরিক সনদ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সঙ্গে কাজ করবেন।

তিনি আরো বলেন, ইউনিয়ন জনগণের আশা ও ভরসার স্থল। আপনি সবার জন্য, কে আপনাকে ভোট দিল বা না দিল, তা দেখবেন না। আপনাদের মাধ্যমে মতলব উত্তর ও দক্ষিণের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোতাহার হোসেনসহ অনেকে।

এছাড়াও নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন, মতলব দক্ষিণের নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান ভূইয়া ও মতলব উত্তর গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল্ল্যাহ।

এসময় নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে শপথ গ্রহণ করেন, মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুল, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবহান সরকার সুভা, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাজিম পাঠান, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন খান, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মুকুল, ফরাজিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সহিদুল্ল্যাহ, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদাউস আলম, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, একলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী।

মতলব দক্ষিণ উপজেলার ১ নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া, ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম মৃধা মামুন, ৫নং উপাদি উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ প্রধানীয়া, ৬নং উপাদি দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা।

Powered by themekiller.com