Breaking News
Home / Breaking News / কবি আব্দুর রহিম এর কবিতা ” খোঁজ”

কবি আব্দুর রহিম এর কবিতা ” খোঁজ”

বিষয়- উন্মুক্ত, বিভাগ- কবিতা
আজ – ০৯,০১,২০২২
খোঁজ
আব্দুর রহিম

হোঁচট খেয়ে পড়ে গেলুম
চলতি ছেলের গায়ে,
হাতটি ধরে বললে তুলে
লেগেছে কি পায়ে?
লাগেনি তো আমার বেশি
লজ্জা মুখে বলি,
মুচকি হেসে বলে, যেন
সাবধানেতে চলি।
লাগার চেয়ে ছোঁয়া বেশি
লাগে আমার মনে,
শরীর যেন ঝিলিক মেরে
উঠল জ্বলে ক্ষণে।
তখন মনে কি যে হলো
কি করে তা বোঝাই,
ভাবি তখন লজ্জা ফেলে
বুকে নিয়ে জড়াই।
হয়তো দেখা হবে আবার
নয়তো কখনো নয়,
তবু কেন মনটা আমার
সোহাগে বাঁধতে চায়।
পথের বন্ধু পথেই আলাপ
ক’টা মিনিট ধরে,
সিঁধ কেটে মন নিয়ে গেল
এমনি চুরি করে।
প্রথম দেখা প্রথম পাওয়া
শুধুই চোখে ভাসে,
দাঁড়িয়ে রব সেই পথেই
আবার যদি আসে।

( পশ্চিমবঙ্গ, কলকাতা )

Powered by themekiller.com