Breaking News
Home / Breaking News / ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় রহিমানগর বাজার কমিটি কাজ করে যাচ্ছে….আহবায়ক আব্দুস সালাম সওদাগর

ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় রহিমানগর বাজার কমিটি কাজ করে যাচ্ছে….আহবায়ক আব্দুস সালাম সওদাগর

কচুয়া অফিসঃ
চাঁদপুর কচুয়ার রহিমানগর বাজার পরিচালনা কমিটির আহবায়ক আব্দুস সালাম সওদাগর বলেছেন, বাজার কমিটি ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় ও নিরাপত্তা রক্ষায় সর্বদা কাজ করে যাচ্ছে। মাঝে মধ্যে দু’একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে কতিপয় একটি কুচক্র মহল বিক্ষোভ মিছিলের নামে নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে চুরির সাথে জড়িত একাধিক চোরকে সনাক্ত করে পুলিশের হাতে সোপার্দ করা হয়। পুলিশ তাদেরকে জেলহাজতে প্রেরন করে। বাজারের প্রতিটি ব্যবসায়ীর সকল অসুবিধা সম্পর্কে খোজখবর নিয়ে উহার সমাধান করার জন্য বাজার কমিটি কাজ করে যাচ্ছে। বাজার কমিটি যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হত তাহলে তাদেরকে তা অবগত করানো যেতে পারে বা তাদের দাবী জানাতে পারে। কোন প্রকার অবগত না করিয়ে বা দাবী না জানিয়ে স্বার্থ হাসিলের লক্ষ্যে কতিপয় ব্যক্তিরা সোমবার (১০ জানুয়ারি) বিকালে বিক্ষোভ মিছিল করেছে। এতে যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়। যাহা মোটেই রহিমানগর বাজার ব্যবসায়ীদের কাম্য নয়। কতিপয় লোকেরা হটকারী সিদ্ধান্ত নিয়ে এমনি বিক্ষোভ মিছিল আয়োজনকে আমরা তীব্র নিন্দা জানাই। এদিন সন্ধ্যায় বাজার পরিচালনা কমিটির আহবায়কের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আব্দুস সালাম সওদাগর উপরোক্ত কথাগুলো বলেন। এসময় বাজার পরিচালনা কমিটির যুগ্ন আহবায়ক সনজিৎ রঞ্জন সরকার বলেন, যারা বিক্ষোভ মিছিল উদ্যোক্তাদের অনেকেই পাহারাদের মাসিক চাঁদা পরিশোধ করে না। কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন জানান, রহিমানগর বাজারে কোন উদ্দেশ্য বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, তা আমি অবগত নই।

Powered by themekiller.com