Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা’ কবিতা ” পিয়সী প্রত্যাশা “

কবি রিটন মোস্তফা’ কবিতা ” পিয়সী প্রত্যাশা “

” পিয়সী প্রত্যাশা ”
– রিটন মোস্তফা

মেঘের পর্দা সরিয়ে সোনারোদে চিকমিক
আমি ছুঁয়ে দেব তাকে আলতো কর সূর্য সান্নিধ্যে
মহাকাশের সমস্ত তারা এনে তুলে দেব তার হাতে
যদি সে একবার বলেঃ আমিও ভালোবাসি তোমাকে..।।

ভালোবাসার জন্য আমি উন্মুক্ত, অবাধ্য
ভালোবাসার জন্য আমি অন্যরকম,নিজের মত
ভালোবাসার জন্য আমি অধীর, উদ্বিগ্ন
ভালোবাসার জন্য আমি আমি ভীষণ সংযত।

যদি প্রেম পাই, যদি সে আস্ত করে
আমি মুঠোতে নেব পৃথিবীর ভার
আঙুলের ডগায় ঘোরাব সমস্ত ব্রহ্মাণ্ড
গুছিয়ে তুলে দেব, যা আমার নিজস্ব অস্তিত্ব।

মেঘের ফাঁকে ফাঁকে লটকে দেব হাজার স্বপ্ন
তারাদের পাশে পুঁতে দেব তার ভীষণ প্রিয় নাম
বাতাসের আগায় উড়িয়ে দেব প্রত্যাশার ঝান্ডা
গুছিয়ে যত্নে তুলে দেব জীবনের যা আসে সমস্ত।

যদি সে বলে, যদি সে কথা দেয় হাতে রেখে হাত
যদি সে অনন্ত অপেক্ষার পর কোন একদিন বলে
শব্দের লিজুকতা দু’পায়ে দুমড়ে দিয়ে উচ্ছাসেঃ
“ভালোবাসি,ভালোবাসি,আমি আছি তোমারই হয়ে।”

Powered by themekiller.com