Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা রিটন এর “🔴 যোগ হলো ঝড় 🔴

কবি রিটন মোস্তফা রিটন এর “🔴 যোগ হলো ঝড় 🔴

🔴 যোগ হলো ঝড় 🔴

টিপটিপ বৃষ্টি৷
সন্ধা নামছে৷
দূর থেকে ভেসে আসে বাতাসের শব্দ
এ যেন ঘরে ফেরার কি এক আনন্দ ধ্বনি৷

রাস্তাটা ভিজে গেছে,জল জমেছে কোথাও
কচকচ শব্দে ক্লান্ত গরুর গাড়ি চলে গেলো,
নির্জন আঁধো আলোর রাস্তা জুঁড়ে গ্রাম্য রূপ।
পাশ দিয়ে শুরু হওয়া সবুজ চাঁদোরের জমি
আমি হাঁটছি রাস্তার নরম কাদা মেখে পায়
অনেক ভালো লাগা বুকে নিয়ে হাঁটছি নীরবে
সন্ধ্যার পর,আর একটু……
আর একটু এগুলেই বহু বছরের অপেক্ষার সমাপ্তি৷
গ্রামটা চলে আসছে ধাপে ধাপে বুকের কাছাকাছি৷
আর একটু পর,কাছাকাছি আসতেই,কে জেনো বললোঃ
“তুই শেষ পর্যন্ত এলিরে খোকা বাবু?”

রহীম চাচা,আগের থেকে বৃদ্ধ, ঝুকে পড়েছে দেহ ৷
হেরিকেনের মৌন আলোয় চিনে নিতে কষ্ট হয়নি৷
বহুকালের বন্ধুসুলভ করীম চাচা ঝুকে কাছে এলো
চোখ ভরা চোখের জল,বৃষ্টির জল,আবেগের জল..
“কাঁদছ চাচা…?”
“হ্যারে খোকা বাবু”
“কেন?”
“তুই আসবি জানলে হয়তো নীলু আর কটা দিন থাকতো।”
“মানে কি চাচা? কোথায় গেছে প্রিয় নীলু?”

সামনের মসিজদের ছোট্ট কবর স্থানটা দিখেয়ে
বললো চাচাঃ
“চলে গেছে,তোর অপেক্ষার গল্প শেষে”।

বহুক্ষণ পর ফেরার রাস্তায় আমি৷ পাইনি ঘর
বৃষ্টি তো ছিলোই,ফেরার পথে যোগ হলো ঝড়৷

– রিটন মোস্তাফা
বাংলাদেশ

Powered by themekiller.com