Breaking News
Home / Breaking News / কবি চিন্ময় বিশ্বাস এর কবিতা ” চেহারায় লেখা অতীত “

কবি চিন্ময় বিশ্বাস এর কবিতা ” চেহারায় লেখা অতীত “

চেহারায় লেখা অতীত
চিন্ময় বিশ্বাস
০২/০১/২০২২

গভীর রাত্রিতে ব্রিজের ব্যারিকেড ধরে এগিয়ে চলে চাঁদ,
সমগ্র মানুষের অতীত নাকি তার চেহারায় লেখা থাকে?
তবে কি দস্যু রত্নাকর এর চেহারায় বাল্মিকী কে দেখেছিলাম!
আতস কাঁচ নিয়ে দেখুন না এই আঁধারে কিছু খুঁজে পাওয়া যায় কিনা।
লঙ্গরখানায়,মিশে যায় ভুখা মিছিলে
গ্রুয়েলের চুমুকে হাতড়ায় প্রাণের সঞ্জীবনী সুধা।
সেক্সট্যান্ট যন্ত্র দিয়ে মাপি জীবনের উন্নতি কোণ
রাত্রির শরীর ছুঁয়ে বাড়ে জ্বর; ঘড়ির কাটায় রক্তের চোরা স্রোতের মতো বয়ে চলে সময়।
জানি,আপনি চোখে চোখ রাখতে পারবেন না,
আমাকে যারা নিঃস্ব করে গেছে কেউ চোখে চোখ রাখতে
পারেনি এমনকি—ঈশ্বরও নয়!

Powered by themekiller.com