Home / Breaking News / কবি কণা মির্জা’র দুর্দান্ত কবিতা ” অরণ্যের প্রেম “

কবি কণা মির্জা’র দুর্দান্ত কবিতা ” অরণ্যের প্রেম “

অরণ্যের প্রেম
কণা মির্জা

এই ভোরেই হোক দর্পিত
কোন এক অজানাকে জানা,
এই ভোরের শিশির মারানো পথে
একসাথে হোক পথের প্রান্তীক চেনা,
এই অরণ্যে আচ্ছাদিত দৃঢ় সংকল্পে
সঞ্চারিত মনে, কবিতা হোক বোনা,
আজ এই ভোরে রুপান্তর হোক নতুনের কল্পনা,
আজ এই ভোরেই সোনালী অসুখ মেখে
সূর্যকে যায় বলা,
সার্থ নয় নিঃস্বার্থ ভালোবাসা-
সুখে-দুঃখে পাশে থাকা।

অরণ্য ছাড়া অক্সিজেন ভীষণ অসহায়,
অরণ্য ছাড়া ছায়া অসহায়,
অরণ্য ছাড়া প্রকৃতি অসহায়,
অরণ্য ছাড়া ঋতু রূপ অসহায়,
অরণ্য ছাড়া বৈশাখ থেকে চৈত্র অসহায়,
অরণ্য ছাড়া সমুদ্র ধ্বংস বিধ্বস্ত হয় সাইক্লোন।

অরণ্য ছাড়া সুন্দর অসহায়
অরণ্যই সেই সুন্দর যার থেকে,
শুধুই নিঃশ্বাস নেওয়া যায়
পরম প্রশান্তি আসে মনে
সকল স্থিতিশীল সামষ্টিক পরিবেশে,
অরণ্য সুন্দর থেকে অধিক সুন্দর করে
রাজশ্রী গড়ে যুগ যুগে,
লাবণ্যলতা জড়িয়ে রয় অরণ্যে।

error: Content is protected !!

Powered by themekiller.com