Breaking News
Home / Breaking News / কবি সিরাজুল ইসলাম মল্লিক এর কবিতা ” প্রতীক্ষা”

কবি সিরাজুল ইসলাম মল্লিক এর কবিতা ” প্রতীক্ষা”

প্রতীক্ষা
সিরাজুল ইসলাম মল্লিক
“““““““““““““““
কিভাবে যে কি হয়ে গেলো
কিছু বুঝেই উঠতে পারলাম না
এভাবেই যে দু’জন দু’জনায়
আষ্টেপৃষ্টে জড়িয়ে যাবো,তাও ভাবিনি।

তুমিই কিন্তুু প্রথম বলেছিলে—-
আমি হতবিহ্বলের মতো অবাক দৃষ্টিতে
প্রত্যক্ষ করছিলাম তোমার আবেগ,তোমার ভালোবাসা
তোমার হৃদয় রাজ্যের সমস্ত অনুভূতি।

সেদিন থেকেই আমিও তোমাকে
দিয়েছিলাম,
আমার তিল তিল করে
গড়ে তোলা সঞ্চিত প্রেম,
আসন পেতে দিয়েছিলাম আমার হৃদয় রাজ্যে
ঠাঁই দিয়েছিলাম মনের মনিকোঠায়।

আমি কিন্তুু একবারও জানতে চাইনি
তোমার ফেলে আসা কোনো অতীত।

তবে কেন?কেন বারংবার
পুরনো অতীতকে আঁকড়ে ধরতে চাও ফের?
আমি কি পারিনি?সত্যিই পারিনি!
নাকি আমি হেরে গেছি তোমার
নিখুঁত অভিনয়ের কারুকার্যে।

এখন আর পিঁছু হটার আর কোন
রাস্তাই যে খোলা নেই আমার
নেই ফেরার ইচ্ছা
তুমি যাই ভাবো না কেন
আমি কিন্তুু এখনও
পথ চেয়ে আছি তোমার
ফেরার প্রতীক্ষায়।

Powered by themekiller.com