Breaking News
Home / Breaking News / কবি চন্দনা কুন্ডু এর কবিতা ” অভিসারী স্বপ্ন”

কবি চন্দনা কুন্ডু এর কবিতা ” অভিসারী স্বপ্ন”

কবিতা
শিরোনাম =অভিসারী স্বপ্ন
কলমে = চন্দনা কুন্ডু
তারিখ=31.12.21

আমি সেই নদী বয়ে যাবো পাহাড়ের অভিমুখে
দুয়ার খুলে দিয়েছি বছরের শেষে বিরহী অন্তরে।
অসময়ের এক পশলা বৃষ্টি মনে ঝরে পড়ুক,
ভিজিয়ে দিক,লুকোনো ব‍্যথা নিস্ফল আকাঙ্খা যত।
নতুন আমিকে খুঁজে নেব ওই পাহাড়ের বাঁকে,
বছরের শেষে -আরো একটা আবিরভাবে শিখা।
বিলীন হব ওই আলো আঁধারি কল্পলোকে,
পাহাড়ের গা বেয়ে নেমে আসবে রাতের আঁধার।
জ‍‍োছনারা সিঁড়ি বেয়ে উঠবে হৃদয় আঙিনায়,
আলোয় ধোয়া এক কোণে আমি থাকব অপেক্ষা।
মেঘ যেমন আকাশে বলাকাদের মতো উড়ে বেড়াই,
মনের কথাগুলো অন্ধকারের বুকে হাতড়াই জোনাকির আলোর সাজে,
বছর শেষে জীবনের জটিল প্রশ্নেরা-উকি মারে জ‍্যোৎস্না রাতে ।
আবার নতুন বছর ঘুরে নতুন করে সাজাবো যতনে,
স্মৃতির আদর পুরাতন কে নিয়ে নতুন সুরে মাখিয়েছি শরীরে।
তারারা গাইছে গান সুখের সংলাপে,
চাঁদ যেন জোছনায় বড়ই উন্মাদের আসায়।
চাঁদিনি রাতে ভাবনা আলো পূর্ণ আনান্দের মুক্তো কণা,
চুপি সারে রাত জাগা জোছনায় বিরহের জ্বালা সয়।
পুরানো ব‍্যাথা ভুলে নতুন বছরেও ;
কানে কানে বলে উঠে আমায় ভালোবাসো প্রিয়
একান্তে, গোপন গভীর অভিসারী স্বপ্নদেখি ।।

Powered by themekiller.com