Breaking News
Home / Breaking News / কবি জলি ঘোষ এর কবিতা ” মুক্ত বিহঙ্গ “

কবি জলি ঘোষ এর কবিতা ” মুক্ত বিহঙ্গ “

বিভাগ :- কবিতা
শিরোনাম :- মুক্ত বিহঙ্গ
কলমে :-জলি ঘোষ
২৯/১২/২১

বড় একঘেয়ে এ জীবন
থাকতে না চায় আর আবদ্ধ মন
ডানা মেলে স্বাধীন বিহঙ্গের মতো
দিক হতে দিগন্তে,
ভেসে যেতে চায় সুদূরে
প্রান্ত হতে প্রান্তে।

পাখা মেলে যাক না হারিয়ে
সবুজ শ্যামল বনানীর দেশে
যেথা দখিণা সমীরণ দোলা দেয়
ধানের শীষের আগায় কানায় কানায়
পুলকিত মন উদ্দীপনা জাগায়
অঙ্গে মোর ডানায় ডানায়।

শরতে কাশ ফুলের নরম ছোঁয়ায়
জোৎস্না রাতে চাঁদের আলোয়
উদাসী বাউল মন হোক না উদ্বেলিত
সুখের আহ্লাদে কানায় কানায়।

উত্তরে হিমেল হাওয়ায়
কুয়াশার ধূম্রজালি ছিঁড়ে
উড়ে যেতে চাই বহুদূরে,
বসন্তে কোনো এক ফাগুনে
আবিরে রাঙায়িত মোর প্রেমিক মন
গেয়ে উঠুক রবির সুরে সুরে।

আমি মুক্ত, মুক্ত এক বিহঙ্গ
ভারাক্রান্ত হৃদয়কে রেখে একাকী
অচিনপুরের দূর অজানায়,
সৃষ্টি সুখের উল্লাসে
ডানা মেলে উড়ে চলেছি
বুনো উদ্যামে আবেগি হাওয়ায়।

Powered by themekiller.com