Breaking News
Home / Breaking News / কবি অসিত বরণ রায় এর কবিতা ” ভাল্লাগেনা “

কবি অসিত বরণ রায় এর কবিতা ” ভাল্লাগেনা “

বিষয় :কবিতা
শিরোনাম: ভাল্লাগেনা
কলমে: অসিত বরণ রায়
তারিখ:২৯/১২/২০২১
মেঘলা আকাশ মানেই মন খারাপের সময়
বিশেষ করে পৌষের দিনগুলোই এমন হয়,
কুয়াশা মাখানো রোদ্দুর বিহীন দিন,
সদা মনে হয় অলস ঘরকাতুরে বিষাদ মলিন,
শীতের সকাল অথচ চনমনে রোদের ঝিলিক নেই,
এভাবে কি ভালো লাগে কারো বসে থাকতেই?
কোথায় যাবো, কি করবো, আউল-বাউল লাগে মনটা,
চুপ করে বসে থাকি গুটিসুটি মেরে বিছানায় ঘন্টার পর ঘন্টা,
সকাল গড়িয়ে বিকেল হয়,
সারাটা দিন একেবারে অকেজোই কেটে যায়,
এভাবে আর দিন কাটাতে ভাল্লাগেনা,
আকাশের জমাট বাঁধা মেঘও তো সরে না,
দিনটাও যে এভাবেই রাতের মধ্যে ঢুকে যাবে একটু
বাদেই,
এমনি করেই আকাশের তারাগুলোও তো মেঘের মধ্যে
ঢুকে যাবেই,
চাঁদও তো মেঘেদের হাতে বন্দী হবে,
এভাবেই আমার প্রিয় রাতটাও পার হয়ে যাবে,
ভাল্লাগেনা ওই গোমরা মুখো দিনগুলো সব,
এখন তো নেই মেঘেদের কোন উৎসব,
সবকিছুই যেন পাল্টে যাচ্ছে এক এক করে,
বর্ষার সময় যদি বৃষ্টি না ঝরে. ..
গ্রীষ্মের সময় যদি রোদের তাপ না বাড়ে. ..
শীতের সময় যদি শীতের হাওয়ায় গাছের পাতা না ঝরে. .
তাহলেই তো মনটা আমার ভীষন খারাপ করে,
ভাল্লাগেনা, ভাল্লাগেনা মোটেই অলস সময় কাটাতে একলা বসে ঘরে,
এখনই তো ঘর ছেড়ে বেড়িয়ে পড়ার সময়,
এ সময়েই তো সবাই মিলে চড়ুইভাতি করতে হয়,
এ সময়েই পিঠে ঝোলা নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে হয়,
তা নইলে তো অনেককিছু অজানাই থেকে যায়,
তারচেয়ে বরং চলো সবাই মিলে বেড়িয়ে পড়া যাক,
কাজকর্ম না হয় কিছুদিন তোলাই থাক,
ফিরে এসে আবার মিশে যাবো মূলস্রোতে,
মনে হয় খুব একটা বিশাল ক্ষতি হয়ে যাবে না কারও
তাতে।

Powered by themekiller.com