Breaking News
Home / Breaking News / কবি রিটন মোস্তফা’র দুর্দান্ত কবিতা ” বিক্রিয়া “

কবি রিটন মোস্তফা’র দুর্দান্ত কবিতা ” বিক্রিয়া “

” বিক্রিয়া ”
– রিটন মোস্তফা

নিবিড় হচ্ছে রাত, খুব নিবিড়
টালমাটাল পায়ে এগিয়ে আসছে
আরও ঘনিষ্ঠ হবার পরম আন্তরিকতায়….।

পরম বন্ধু এসময়, এই অন্ধকার
এই যন্ত্রণা কাতরানো বুকে তাঁকে
দুহাতে আঁকড়ে ধরি আমিও পরম আনন্দে…..।

এ নিঃসঙ্গতার, হে একাকীত্বের বন্ধু
গ্রাস করো আমায় ঐ হতাশার গহ্বরে
আমি ডুবে যাই, অকুণ্ঠ পান করি তব স্বাদ….।

হে কষ্ট বন্ধু, হে ভাঙনের বন্ধু আমার
হে যন্ত্রণার নীরব আত্মীয় এই দুঃসময়
আরও আপন করো, জড়াও আলিঙ্গনে…।

এই যদি হয় আমার জীবন কাব্য
এই বিস্তীর্ণ পথে যদি একাই হাঁটতে হয়
তবে আরও ক্ষত দাও,আমিও ডুবে যাই…।

আমি বুঝে নেব আমার সমস্ত অতৃপ্তি
বুঝে নেব এটাই আমি এটাই নিয়তি
এই অপূর্ণতাই আমার হোক চরম প্রাপ্তি…..।

Powered by themekiller.com