Breaking News
Home / Breaking News / কবি Mirza Fowzia Azim Tithi এর কবিতা ” স্মৃতি বিস্মৃতির ‌দুঃখ গাঁথা”

কবি Mirza Fowzia Azim Tithi এর কবিতা ” স্মৃতি বিস্মৃতির ‌দুঃখ গাঁথা”

স্মৃতি বিস্মৃতির ‌দুঃখ গাঁথা-

নতুন করে ভালবাসার গল্প শোনায়
ভালবাসার সুগন্ধি ছড়িয়ে।
শূন্য বুকের পথিক দেখে‌ সব পেয়েছির স্বপ্ন।
স্বপ্নের নেশায় বুঁদ হতেই
ফিরে এসো তুমি-
বিবর্ণ কোনো স্মৃতিস্তম্ভ থেকে ডেকে ওঠে সমস্বরে।
বুকের ভেতর কেমন এক চেনা কন্ঠ একাকার হয়ে বাজতে থাকে।
উত্তাল সমুদ্রের মাতাল ঢেউ তোলপাড় করে শূন্য বুকের কুঠুরিতে।
বোধ তারিত করে শূন্য বুকের পথিকের।
আর্তনাদ করে উঠলো‌ নিশ্চুপ নিরবতায়।
ছেঁড়া মেঘ পূঞ্জের আড়াল থেকে উঁকি দেয় ভাঙা বুকের গুচ্ছ গুচ্ছ ব্যথা।
শূন্য বুক ভালবাসায় ভরাট ছিল কোনো এক কালে দুজনের।
ভালবাসার সুবাসের ছোঁয়ায় হৃদয়ে ছড়াত বকুলের সুগন্ধি।
ডান হাতের মুঠোয় বহুকাল আগে ‌সতেজ‌ বকুলের সুগন্ধি ছিলো।
শুকনো বকুল ও খসে পড়েছে।
ভুলো পথিক হাতের মুঠো খুলে দেখে শূন্য হাত। এতকাল মুঠো করে ছিলো হারিয়ে না যায়
ভালবাসার সুগন্ধি।
তার পর নেই কোথায় ও নেই
সে অদৃশ্যের উদ্দেশ্যে ধাবমান।
তবু ও দুঃসহ যন্ত্রণায় নীলচে
হৃদয় নিয়ে হৃদয় ছুঁতে ‌চেয়েছিলো।
এই বুঝি হাত বাড়িয়ে‌ মুঠো বন্দি বকুল এই মুঠোয় রেখে বলবে,তোমার জন্য যত্নে রেখেছিলাম
হৃদয়ের বসত ভিটায়।
অদ্ভুত এক ঘোর অমানিশার
আবর্তে ডুবন্ত মানুষের নিশ্চুপ কষ্টের ক্ষরন
বহতা নদীর ‌স্রোতধারার মতো অনবরত বইতে থাকে।

যন্ত্রনায় কাতরায় পথ হারা পথিক
ভাবে‌ আমার বুকটা কবে এমন ‌ফাঁকা হলো!
হাতের মুঠোয় বকুল ছিল সে ও তো ফাঁকা!
শূন্য বুকের পথিক নিশ্চুপ
শূন্য হাতের পথিক নিশ্চুপ।

(7 September 2021
আংশিক পোস্ট করেছিলাম।
আজ পূর্নাঙ্গ ‌আকারে করলাম)

Mirza Fowzia Azim Tithi

Powered by themekiller.com