Breaking News
Home / Breaking News / কবি গৌরী ঘোষ এর কবিতা “ফিরে এসো তুমি”

কবি গৌরী ঘোষ এর কবিতা “ফিরে এসো তুমি”

শিরোনাম – ফিরে এসো তুমি
কলমে – গৌরী ঘোষ।
তারিখ- ২৭/১২/২০২১
*************************
আজ সারাদিন বৃষ্টি।
আজকের বৃষ্টি টা ছিল একটু অন্য রকম।
জানালার কাঁচ চুঁইয়ে অবিরাম বয়ে চলেছে বৃষ্টির ছাট।
লঘুচিত্ত মন দরজা আঁটা খিল খুলে বেড়িয়ে আসতে চায় কার্ণিশ ভেজা ব্যালকনিতে।
ফুরিয়ে যাওয়া প্রতিচ্ছায়া যেন শঙ্কিত হয় মাঝ সমুদ্রের তিমিরের ঝাপটার মত।
পাড় ভাঙা মন জড়িয়ে ধরতে চায় তোমায়।
পুরনো ইতিহাসে যেন ভূমিকম্পের বিদ্রোহ।
ছায়াছবির মত স্মৃতি দৃশ্য অক্ষিগত।
আলিঙ্গনে মনে করিয়ে দিল বৃষ্টির সেই বিশেষ বৈচিত্রময় দিনের কথা।
অবিশ্রান্ত বৃষ্টি, তুমি আমি ঠিকানা হীন হাত ধরে ছুটে চলেছি আশ্রয়ের দিশায়।
হঠাৎ একটি বড় গাছ চোখে পরলো তোমার,
একপ্রকার ভিজে গিয়েই আশ্রয় নিলাম দুজনে ওই গাছটির তলায়।
ভিজে যাওয়া তোমার মাঝে তোমার ভালোবাসার শীলমোহরে সে দিন দেখেছিলেম তোমার অনুবেদন, স্পন্দন,তোমার উৎকলিকা।
আর দেখেছিলেম তোমার প্রেমিক মনের প্রবোধ লহর।
যেনো বুকে জড়িয়ে বলতে চাও তোমার ভালোবাসার অনিঃশেষ শ্বাশ্বত সেই কথা গুলো।
কত বার মাথায় আদুরে হাতের স্পর্শে বলে উঠেছো “একদম ভিজে গেছো তুমি”
আমিও গোপনে বিবশ হয়েছি তোমার মায়াজালের তেপান্তরে।
এক আকাশ বৃষ্টির উষ্ণ বাহু আয়াসে কত না বলা কথা বয়ে গেছে সেদিন চোখে চোখ রেখে।
মনের অন্তরালে কত প্রলুদ্ধ ঝড় কে আড়াল করেছিলেম সেদিন।
কত অনল,চাওয়া,পাওয়ারা মিছিল করেছিল সে দিন আমাদের চারপাশে।
প্রকাশ করেছিলে তুমি আমার সিক্ত হাত ধরে তোমার স্বপ্ন মাখা একদিনের কথা।
বলেছিলে এমনই এক বৃষ্টি মুখর গোধূলি বেলায় নৌকায় ভেসে যাবো তুমি আমি মাঝ নদীর মাঝদরিয়ায়।
সেদিন বৃষ্টির প্রতি ফোঁটায় ফোঁটায় আমি আঁকবো তোমার জাদুমুগ্ধ রূপ।
প্রতি ধারায় ধারায় তুমি খুঁজে পাবে আমার ভালোবাসার ঠিকানা।
আমার আবেগ,আমার অনুভব,অনুভূতির উন্মাদনায় তুমি খুঁজে পাবে তোমার নামের পান্ডুলিপি।
ওই চঞ্চল নদীর প্রতি স্রোতের টানে খুঁজে পাবে আমার অনিবার অঙ্গিকার।
মেঘ বৃষ্টির সংযোজনে অনাবদ্ধ কন্ঠে বার বার বলে উঠবো ভালোবাসি,ভালোবাসি,ভালোবাসি তোমায়।
তুমি রাঙিয়ে উঠবে রাঙা পত্যূষের অরুণিমার মত,তুমি ঝরে পরবে ওই ভোরের শিউলির মত,তুমি আকড়ে ধরবে বট বৃক্ষের শিকড়ের মত।
তোমার লালিমা মুখে ভেসে উঠবে আমার প্রতিচ্ছবি।
অদৃষ্টের কি পরিহাস, আমার বিশ্বাসের বহরে তোমায় দেখেছিলেম সেদিন ওই নক্ষত্র পূর্ণ মহাকাশের মত…….
আজ অন্ধকার আকাশে মেঘ,বৃষ্টি, নদীর স্রোতের টানে নিজের ছবিটা ভীষণ অস্পষ্ট।
অনিদ্রার কারাগারে দুঃস্বপ্নের দহনে অাকুতিরা ভিজে যায় প্রস্তর পাঁজরে।
নিস্তব্ধ ভূতলে চাতক রজনীর চিৎকারে শুধু শোনা যায়,
ফিরে এসো,ফিরে এসো,ফিরে এসো তুমি…………

error: Content is protected !!

Powered by themekiller.com