Breaking News
Home / Breaking News / কবি এম. আর হারুন এর কবিতা ” “মনে পড়ে হিন্দোলা”

কবি এম. আর হারুন এর কবিতা ” “মনে পড়ে হিন্দোলা”

কবিতাঃ “মনে পড়ে হিন্দোলা”
কলমেঃ এম. আর হারুন
২৭/১১/২০২১
————————————–
ক’টা দিন গেলো হিন্দোলা
তোমার বুক ভরা ভালোবাসায়
আমার বিনিদ্র রজনী কেটেছে
ইচ্ছে করেনাই ছেড়ে আসতে।
জানো হিন্দোলা দিব্যকে বেশ মনে পড়ছে
ওর দুষ্টুমি আমার হৃদয়ে দাগ কাটে
মনে পড়লেই বার বার মুর্ছা যায়,
কি যে বুকের ভেতর জমা রেখে
তোমাদের ছেড়ে আসতে হয়েছে
তা মুখে বলতে পারছিনা।

হিন্দোলা, তুমি হয়তো বেশ নেই
তোমার অহংকার আমাদের প্রীতি
গভীর রাতে যখন আমার বুকে
তুমি মাথা রাখতে, বড় বড় নিঃশ্বাস নিতে
আমি ব্যকুল হয়ে হয়ে যেতাম
তোমারই পরশে।

ক’টা দিন কাটালাম হিন্দোলা
আনন্দভরা মুহুর্ত গুলো আমায় পীড়া দেয়,
ইচ্ছে করে ছুটে যাই তোমার কাছে
অন্তত্বঃ কনকনে শীতে মধ্য রাতের
জোছনা দেখতে,অজস্র তারা গুনতে
তোমার মিষ্টি হাসি দেখতে,
তুমি কি জানো হিন্দোলা
দিব্যর জন্য আমার খুব কষ্ট হয়
মাঝে মাঝে হৃৎপিণ্ডটায় উঁকি দেয়
আহ, কি শান্তনা, কিযে সুখ
মায়াবী ঐ চেহারা আমাকে কাঁদিয়ে তুলে।

হিন্দোলা, তোমার বুকের শিহরনে
অতৃপ্ত ভালোবাসার টানে
শত মাইল পেরিয়ে তোমাকে স্পর্শ করেছি
ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে
মানুষ নাকি ধৈর্য হারিয়ে ফেলে
কিন্তু, হিন্দোলা ধৈর্যের বারতা
আমার মনে ভালোবাসার স্পন্দন,
ক’দিনের উৎসবতায় আমি
আমাকেই যেনো লুটে পড়েছি হিন্দোলা,

তোমাকে ছেড়ে আসার পর হিন্দোলা
আমার বুকে শূণতা তাড়া করে
একা ঘুমাতে কেমন জানি মনে হয়,
ইচ্ছে হয়, এখনই চলে আসি
তোমার বাহুডোরে অন্তিম প্রেমে
হাবুডুবু খেতে নীল জোছনায়,
ভালোবাসার পাশাপাশি।

Powered by themekiller.com