Breaking News
Home / Breaking News / কবি সানোয়ার হোসেন এর সময়োপযোগী কবিতা “মৃত লাশের মেলা”

কবি সানোয়ার হোসেন এর সময়োপযোগী কবিতা “মৃত লাশের মেলা”

মৃত লাশের মেলা
সানোয়ার হোসেন

পাখির ডানা থেকে ঝরে পড়া পালক
হয়ে ঝরে উড়ে উড়ে চলেছি।
সমুদ্রের মৃত মাছ হয়ে ভাসতে ভাসতে
এসেছি জীবনের শেষ দ্বারপ্রান্তে।

এখন আমি যেনো মৃত্যুর প্রতিদন্দিত বিজয়ী প্রার্থী।
আমার স্বজন প্রিয়জনের অশ্রুসিক্ত নিরব চোখে
বুকফাটা চাঁপা কান্নার চিৎকারে উঠছে স্লোগান।
মৃত্যুর নিবন্ধনে নিবন্ধিত সানোয়ার হোসেন এর
আজ মৃত্যু এসেছে , গাও গাও সবে, এ বিজয়ের গান।

অথচঃ আমার অনেক স্বপ্ন বাকি রয়েছে।

বৈকালীন সূর্য কিরণে পা রেখে
ঝুমুর ঝুমুর নূপুর বাজিয়ে
আমার শৈল বালা আসবে।

বুকের উপর মাথা রাখবে,
চোখে চোখ রাখবে
তারপর ফিস ফিস করে কিছু কান কথা বলবে।
এই স্বপ্নটাও তো অপূর্ণ রয়ে গেল।

আর সেই অপূর্ণ স্বাদ নিয়েই চলে যাচ্ছি।
যেখানে শুধু বেদনার রণক্ষেত্র,
আর কষ্টের বুলেটে আহত হৃদয়ের মৃত লাশের মেলা বসে।

Powered by themekiller.com