Breaking News
Home / Breaking News / কবি আব্দুল্লাহ আল আমিন মন্ডল এর কবিতা ” রঙের মানুষ”

কবি আব্দুল্লাহ আল আমিন মন্ডল এর কবিতা ” রঙের মানুষ”

📝রঙের মানুষ
🖋আব্দুল্লাহ আল আমিন মন্ডল

কত রঙের মানুষ দেখি ভবের এই মাজার
ভালো মন্দ দোষ গুণে আছে হাজার হাজার।
কেউ করে পুকুর চুরি কেউ বা আদম প্রচার
কেউ বা আবার গায়ে খাটে ঠিকে থাকতে বাঁচার।

হানাহানি বিবাদে কেউ প্রাণ দেয় অস্ত্রের কোপে
নেতা সেজে কেউ বা আবার ক্ষমতা নেয় লুফে।
পেটের দায়ে কেউ বা আবার দেয় বিদেশ পাড়ি
মাতৃভূমির টানে আবার কেউ বা আসে বাড়ি।

গোলা ভরতে যায় জমিদার ফসল ঘেরা মাঠে
পেটের দায়ে মিসকিন আবার ঘুরে হাটে ঘাটে।
মাছ শিকারে যায় যে জেলে দূর সমুদ্রের মাঝে
শ্রমিক আবার কলের কাজে যায় সকাল সাঁজে।

সমাজপতি সমাজ সেবায় ব্যস্ত দিন কাঁটায়
মিলের মালিক অর্থ লোভে কর্মী করে ছাঁটাই।
কুলি মজুর দিন পাড়ি দেয় তুলে বোঝা কাঁধে
ভোজন রসিক খায় পোলাও খায় কোরমা রেধে।

গরীবের পেটে লাথি মেরে কেউ ফেলে সুদের ফাঁদে
চড়া সুদের টাকার তোপে অভাবী তাই কাঁদে।
কিছু মানুষ ভালো কাজে এগোই বহু দূর
কিছু আবার অসৎ পথে ছুটে রাত দুপুর।

নিত্য নতুন শত লোকের কত খবর মিলে
রঙের ধরায় রঙিন মানুষ ছুটছে হেলেদুলে।
টাকার পিছে ছুটতে গিয়ে ক্লান্ত যেসব লোক
কূল হারিয়ে বেকুবগুলো হারায় দেহের সুখ।

তাং-২৫/১২/২১ইং
মুক্তাগাছা,ময়মনসিংহ।
[কপিরাইট সংরক্ষিত ]

Powered by themekiller.com