Breaking News
Home / Breaking News / কলকাতার বিশিষ্ট কবি শুভা লাহিড়ী’র বড় দিন উপলক্ষে অণুগল্প ” শিক্ষা “

কলকাতার বিশিষ্ট কবি শুভা লাহিড়ী’র বড় দিন উপলক্ষে অণুগল্প ” শিক্ষা “

#বিষয়:–বড়দিন
#বিভাগ:–অণুগল্প
#শিরোনাম:–“শিক্ষা”
#কলমে:–শুভা লাহিড়ী
#শব্দসংখ্যা:–১০০
#তারিখ:–২৪/১২/২০২১
*************************
বড়দিনে নাকি সান্তা এসে সকল বাচ্চা দের চকলেট দেয় শুনেছিল কাজের মেয়ে পিঙ্কির ছেলে মানব।বড়দিনের আগের দিন বারবার পিঙ্কির কাজের মাঝে মানব বলছিলো,”ও মা!মা রে আজকে কি আমাকেও চকলেট দিবে সান্তা?”
বারবার এই এক প্রশ্ন করায় পিঙ্কি ঝেঁঝিয়ে উঠলো মানবের উপরে!আর বললো না তোর কাছে ওই সান্তা আসবে না ।তোর জন্য প্রতিদিনের মতো পান্তাই থাকবে।এবারে ওই সান্তার ভুত মাথা থেকে নামা।
মানব ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো।আর এদিকে পিঙ্কি নিজের তালেই বলে চলেছে যে,যার বাপ জন্মের আগেই অন্য কোথাও চলে যায় তার ঘরে আসবে সান্তা!
এগুলো সব দূর থেকে লক্ষ্য করছিলো মানবের বয়সী দত্ত বাড়ির ছেলে অনি।মানবের কান্না অনির শিশু হৃদয় ব্যথাতুর হয়ে উঠলো!অনি এক ছুটে ঘরে গিয়ে ওর বাবাকে বললো,”বাবা আজ থেকে তুমি প্লিজ মানবেরও বাবা হও!আজ থেকে মানব আমাদের বাড়িতেই থাকবে।সকাল বেলা ও আর পান্তা খাবে না আমার সাথে হেল্থ ড্রিঙ্কস খাবে ব্যাস!তোমরাই তো বলো বাচ্চাদের নাকি পান্তা খেলে ঠান্ডা লাগে তবে!”বলেই ঘর থেকে দৌড়ে একেবারে মানবের কাছে গিয়ে মানব কে বলছে তুই এবার থেকে আমার মা বাবা কে মা বাবা বলে ডাকবি!আর আমরা দুইভাই আজকে একসাথে এক ঘরে থাকবো সান্তা আমাদের দুই জন কেই চকলেট দেবে।আসলে কি হয়েছে বল তো তোদের বাড়ি টা তো গলির ভেতরে আর সান্তা দাদুর তো বেশ বয়স হয়েছে তাই ঠাহর করতে পারে না।তারপর থেকে মানব আর অনি এক বাড়িতেই থাকতে লাগলো দুই ভাইয়ের মতো।

Powered by themekiller.com