Breaking News
Home / Breaking News / কবি অরিন্দম চট্টোপাধ্যায় এর কবিতা ” শুধু তিনটি দশক”

কবি অরিন্দম চট্টোপাধ্যায় এর কবিতা ” শুধু তিনটি দশক”

শুধু তিনটি দশক
অরিন্দম চট্টোপাধ্যায়

তিনটি দশক ধরে নিজেদের ভাঙাচোরা
যেন নদী উপত্যকার মতো ভাবতে ভাবতে
একশোটা জীবনের গল্প সমুদ্রঝড় হয়ে গেল
হৃদয় থেকে হারিয়েছে সব চিরহরিৎ বৃক্ষ
এক পরাক্রমী শক্তি তছনছ
করে দিয়ে গেছে সব স্বপ্ন বহুকাল
ঋতু পাল্টায়, দিন বদলায়
তবুও নতুন পরাক্রমী শক্তির হাতে
নতুন অভিসন্ধি, নতুন ইস্তেহার
তাদের হৃদয়ের অন্তস্থলে কাঁটাঝোপ
ফুল ফোটে নি কোনদিন…
কোন সৌরভও ছড়িয়ে দেয় নি
চারিদিকে শুধু দংশনের অভিপ্রায়
গোপন ষড়যন্ত্রের হিসেবের জমা খরচ
এখনতো তারা সব নিরবতার দ্বীপে একাকী
দেখে উন্মুক্ত আকাশ ও দিগন্ত…..
শূন্যপুর জুড়ে ভাসে তাদের উদাসী দৃষ্টি

Powered by themekiller.com