Breaking News
Home / Breaking News / কবি সুপ্রিয় ঘোষ এর কবিতা ” পৃথিবীর হিমঘরে “

কবি সুপ্রিয় ঘোষ এর কবিতা ” পৃথিবীর হিমঘরে “

।। পৃথিবীর হিমঘরে ।।

জীবন থেকে গুটিয়ে নেওয়া আত্মার,
ভারী অন্তর্মুখী এক কাল্পনিক আশ্রয়ে,
মায়াবী জগতে চাপা পড়ে আত্মস্বর,
লীন থাকে প্রত্যয়, ভীরুতার প্রশ্রয়ে।
এভাবে ভাবনা ছড়ায় শুভ্র তুহিন,
নির্জনতায় জমাটি, নৈকট্য হীন,
পৃথিবী এমনই বসতি হিমেল ঘর,
বোধও হারায় বাছতে আপন পর।
তনুভবন যে সম্পর্কের স্তরে স্তরে,
ক্রমশঃ হারায় সংযোগেরই মাধ্যম,
জীবন নদীর খাতেও বরফ পড়ে,
একাকীত্বের শৌখিনতায় নিরূদ্যম।
বিধ্বস্ত এক সে সময়ের নামান্তরে,
বাঁচানো যাবে কি,অসহায় সে আত্মারে?

@ সুপ্রিয় ঘোষ
ডিসেম্বর, ২০২০

Powered by themekiller.com