Breaking News
Home / Breaking News / কবি মোঃ ফরিদুল ইসলাম ফারুক খান এর কবিতা “মুক্তির করুণ চিৎকার”

কবি মোঃ ফরিদুল ইসলাম ফারুক খান এর কবিতা “মুক্তির করুণ চিৎকার”

মুক্তির করুণ চিৎকার
==============================
কলমেঃ মোঃ ফরিদুল ইসলাম ফারুক খান
==============================
রচনাকালঃ ২৩/১২/২০২১ইং

জীবনের আকাশে বাতাসে কেবলই কালো মেঘ
বিষাক্ত ধোঁয়া বেরুচ্ছে হৃৎপিণ্ডের ভেতর থেকে
শরীরের রক্তের টিপটপ শব্দের আওয়াজ অসহ্য
জীবনের দুঃখ কষ্ট বেদনা ভেসে যায় শেষ ঠিকানায়।

আজও পড়া হলোনা জীবনের প্রতিটি পাতা
ধরেছে পচন বিবেকের সততা আর মানবতার
হিংসা বিদ্বেষ লোভ লালসার প্রশান্তির বসতি
বসতি এখন মাতাল লজ্জা শরম বিহীন পৃথিবীর।

জীবনের বাঁকে চলন্ত পথে প্রবল স্রোতের বন্যা
দাবানলে জ্বলে পুড়ে ছাই প্রেম ভালোবাসা স্বপ্ন আশা
প্রাণহীন মূর্তির মতো দাঁড়িয়ে জীবন্ত একটা কঙ্কাল
ঈশ্বর পাড়ায় ক্ষুধার্ত মানবতার মুক্তির করুণ চিৎকার।

দরপতন ঘটছে বিপরীত অবশেষে তব দ্বারে
ঝিরিঝিরি শব্দ মরুভূমির প্রখর রোদে স্তম্ভিত ব্যথিত আগামী
আচমকা জুটলো না কোনদিন কপালে স্বার্থ বিহীন ভালোবাসার অমৃত চোখ
তবুও অন্ধকারে ছুটে চলছি আনমনে আলোর মশাল জ্বেলে।

জহুরুল নগর, বগুড়া সদর

Powered by themekiller.com