Breaking News
Home / Breaking News / কবি মোঃ শাহাদাৎ হোসেন কানন এর কবিতা “কবরের খবর”

কবি মোঃ শাহাদাৎ হোসেন কানন এর কবিতা “কবরের খবর”

কবরের খবর
-মোঃ শাহাদাৎ হোসেন কানন
স্বরবৃত্তঃ ৪+৪+৪+১/২
*************************
এ জমিনে থাকবো শুয়ে
কিছু সময় পর,
এ যে হলো আসল বাড়ী
এটাই আপন ঘর!

দাদার পরে বাবা গেল
বাবার পরে আমি,
আগে-পরে যেতে হবে
ডাকলে জগতস্বামী!

কতকাল যে থাকবো পড়ে
নেই তো কারো জানা,
ক্ষণিকেরই সরাইখানায়
মিছে উড়াই ডানা!

কী পরিমাণ পাপ জমেছে
বাম কাঁধেতে মোর,
হিসেব-নিকেশ করলে শেষে
দু’চোখেতে ঘোর!

এক মুঠো ডাল ভাতের তরে
মরুর দেশে বাস,
শুনবে একদিন ঘুমের ঘোরে
হয়ে গেছি লাশ!

পাপাত্মাটা দেহ ছিঁড়ে
যাবে যখন দূর,
হিমঘরেতে দেহ মাঝে
বাজবে করুণ সুর!

বাক্সবন্দী দেহ যখন
ফিরবে আপন দেশে,
কানাকানি করবে লোকে
আজাব গেল শেষে!

আমার সনে এ পৃথিবী
খেললো করুণ দাবা,
বাবুরা যে বিলাপ করবে
যেয়ো নাকো বাবা!

উঠানেতে মুখটা খুলে
রাখবে যখন দেহ,
জিজ্ঞেস করবে শেষ দেখাটা
দেখবেন নাকি কেহ?

দেখাদেখির পর্ব শেষে
জানাজাতে নেবে,
ঋণখেলাপী পাপী বলে
ধিক্কার শুধু দেবে!

এক জীবনের লেনাদেনার
হয়ে যাবে দাফন,
ঘোর কবরে আমল ছাড়া
নেই রে হেথায় আপন!

নেকের পাল্লা ভারী হলে
পাবো সেথায় উম,
বদের খাতায় নামটা গেলে
বিষধর সাপের চুম!

তোমার ভবে যা করেছি
স’বি আছে জমা,
আপন কর্মে বেভুল ছিলাম
করো মোরে ক্ষমা!

দিবা-রাতি ডাকছে সদা
মোদের প্রিয় কবর,
এ ভবেতে ক’জন রাখে
সে কবরের খবর!!!

রচনাকালঃ
১১/০৭/২০১৯ ইং

স্থানঃ
মাসকাট,ওমান।

#পারাপার

Powered by themekiller.com