Breaking News
Home / Breaking News / কবি শ্রী বিষ্ণু দেব এর কবিতা “স্বাধীনতা মানে”

কবি শ্রী বিষ্ণু দেব এর কবিতা “স্বাধীনতা মানে”

শিরোনাম — স্বাধীনতা মানে
কলমে — শ্রী বিষ্ণু দেব
তারিখ — ২১/১২/২০২১

স্বাধীনতা মানে কী শুধু জন্ম হওয়া রক্তে রাঙানো
লাল সবুজের পতাকা ?
স্বাধীনতা মানে
ত্রিশ লক্ষ আত্মোৎসর্গকারীর রক্তে রঞ্জিত বিষাদে
ছবি আঁকা ৷
মিছিলে মিছিলে একত্রিত হয়ে দুর্গ
গড়ো সেই শরণাগত পতাকা তলে ?
জানো কী ?
সেই পতাকা চিরস্থায়ী আর্দ্রীকৃত হয়
লাখো আত্মোৎসর্গকারী স্বজনের আঁখি জলে !!
অক্ষয় প্রতীক্ষায় কাটে উদয়াস্ত , নিস্কৃতিকামীর
সীমাহীন বুকভরা স্বপ্ন নিয়ে,
কেহ রাখেনি কোন অঙ্গিকার অকারণ অভিলাষে
দিয়ে যায় নিস্কৃতির সনদে ৷

স্বাধীনতা মানে কী শুধু আত্মোৎসর্গকারীর বেদীতে
ফুলে ফুলে রাঙানো পুস্পাঞ্জলি ?
রাখো কী খবর ?
যেই আত্মোৎসর্গকারী মুক্তিসেনা বীরাঙ্গনারা যাঁরা
নিজেকে জড়িয়েছে মৃত্যুর আলিঙ্গনে,
যাঁরা জীবিত থেকেও আধমরা স্বীকারহীন
জীবন মৃত্যুর সন্ধিক্ষনে !!!

স্বাধীনতা মানে কী শুধু সিল মারা এক দেশ ?
অন্তর কাঁদে !!!
ত্রিশ লক্ষ আত্মোৎসর্গকারী রক্তে রঞ্জিত দু’লক্ষ
মায়ের সম্ভ্রম হারানো, কলঙ্কে আঁচড় লাগানো
অতৃপ্তির কামনার এক বাংলাদেশ ৷
সোনার বাংলার
আঠার কোটি বাঙালীর আবেগ অনুভূতির স্বপ্ন
লালিত প্রিয় সোনার বাংলাদেশ ৷
স্বাধীনতা মানে জাত ধর্ম বর্ণের আত্ম বলিদানে
লাল সবুজের বিজয়ের বাংলাদেশ ৷

Powered by themekiller.com