Breaking News
Home / Breaking News / কবি তাপস এর কবিতা “কর্পূর-গন্ধ”

কবি তাপস এর কবিতা “কর্পূর-গন্ধ”

শিরোনাম -কর্পূর-গন্ধ

স্মৃতিও কর্পূরের মতোই আস্তে আস্তে উবে যায় বাতাসে,
শুধু স্মৃতির কৌটোতে পড়ে থাকে হালকা ঝাঁজ,
উবে যাওয়া কর্পূরে দাহ্যতা থাকে না,
থাকার কথাও নয়।
ভবিষ্যতের অজানা স্বপ্নে স্মৃতির দহন-জ্বালা কমে,
আসলে পৌষালি রোদের মিষ্টত্ব বৈশাখের দাবদাহে থাকে না,
তবুও জানি কিছু গোপন গন্ধ লুকিয়ে থাকে অকারণ অসময়ের বৃষ্টির মতো,
নিজের কাঠামো ভাঙার ভয়ে খাঁচাকেই ঘর বলে মানতে হয়,
বন্ধ চোখে খুঁজে ফিরি সুখের কাল্পনিক দেওয়াল।
স্মৃতি আর বিস্মৃতির মতোই
জীবন আর জীবনযাপন দুটো ভিন্ন শব্দ,
মনের তোরঙ্গে তালা খোলা হয় নি বহুকাল,
চাবিও কোথায় যেন হারিয়েছে।

স্মৃতিরা ছিন্নমূল হয়ে উবে যায় গোধূলির দিকে।
আমি বাতাসে খুঁজে ফিরি কর্পূর-গন্ধ।

✍️তাপস
২০/১২/২০২১

Powered by themekiller.com