Breaking News
Home / Breaking News / কবি টি এইচ বকুল এর কবিতা ” মোরগ ডাকা ভোর “

কবি টি এইচ বকুল এর কবিতা ” মোরগ ডাকা ভোর “

মোরগ ডাকা ভোর
টি এইচ বকুল

কুক্কুরুকু কুক্কুরুকু
মোরগ ডাকা ভোর,
সূয্যি মামার ঘুম ভেঙ্গে যে
খুলছে আঁখি দোর।

নতুন আলোয় চোখ মেলে যে
গাইছে পাখি গান,
তরু লতা বৃক্ষরাজির
আনন্দের’ই বান।

শস্য শ্যামল ফসলি মাঠ
দুলছে হাওয়ার পিঠে,
অঙ্কুরিত কচি পাতায়
রোদ যে লাগে মিঠে।

বইছে নদী নিরবোধি
আলোর ঝিকিমিকি,
মেঘের ছায়া জলের বুকে
চলছে ধিকিধিকি।

মেলছে ডানা উড়ছে পাখি
ফুটছে বনে ফুল,
ধানের পাতায় মুক্ত বরণ
দুলছে শিশির দুল।

ছুটছে হাওয়া শীতল দাওয়া
প্রাণ জুড়িয়ে হায়,
রাঙা সকাল সজীব হল
নীহার মাখা পায়।

লাঙল ফালে মনের আশা
করছে চাষি চাষ,
মাটির বুকে ভালবাসার
অষ্কুরিত আশ।

কুক্কুরুকু কুক্কুরুকু
মোরগ ডাকা ভোর,
যায় পালিয়ে ঐ’যে দ্যাখো
আঁধার মাখা চোর।

রচনাকালঃ ৩০-০৯-২০২১ ইং

Powered by themekiller.com