Breaking News
Home / Breaking News / চাঁদপুর কোস্ট গার্ড কর্তৃক দুই মন জাটকা জব্দ এতিমখানায় বিতরণ

চাঁদপুর কোস্ট গার্ড কর্তৃক দুই মন জাটকা জব্দ এতিমখানায় বিতরণ

মোহাম্মদ সিন্টুঃ
চাঁদপুরের মেঘনা পদ্মায় এখনে জাটকা ইলিশ শিকার হচ্ছে। ইদানিং এক শ্রেণীর জেলে সম্প্রদায় জাটকা ইলিশ নির্দিধায় শিকার করে যাচ্ছে। এতে দেশের ইলিশের বংশ নির্বংশ করা হচ্ছে বলে জানা যায়। সাধারনতঃ ইলিশের ভরা মৌসুমে পরিপক্ক ইলিশের দেখা মিলছে না, এর ফলে চলতি মৌসুমেও ইলিশের ব্যাপক চাহিদা থাকলেও পরিপক্ক ইলিশ পাওয়া যাচ্ছে না। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২১ ডিসেম্বর সকাল ৯ টায় সময় বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর হরিণা ফেরীঘাট ও আলুর বাজার মাছের আড়ৎ এলাকায় অভিযান পরিচালনা করে। ইলিশের পোনা বাজারজাত করার সময় প্রায় দুই মন জাটকা জব্দ করা হয়। এ সময় অবৈধ জাটকা ব্যবসায়ীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। জাটকা ব্যবসায়ী কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত জাটকা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার ও স্থানীয় জনগনের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

Powered by themekiller.com