Breaking News
Home / Breaking News / কবি ফরিদুজ্জামান এর কবিতা ” দুইযুগ পথ পেড়িয়ে “

কবি ফরিদুজ্জামান এর কবিতা ” দুইযুগ পথ পেড়িয়ে “

দুইযুগ পথ পেড়িয়ে
ফরিদুজ্জামান
তারিখঃ- ২০/১২/২১ইং।

দুইযুগ পথ পেড়িয়ে
দুজনে চলছি আজো
একসাথে,
একমনে
একই বন্ধনে
এক চিলতে সুখের খোঁজে,
একমুঠো বিশ্বাস আর ভালোবাসায়।

ভালোলাগার সাম্পান সাজিয়ে
স্বপ্নের স্রোতে কষ্টের ঢেউ গুনে চলি
সুখের হাওয়ার প্রতিক্ষায়
ইচ্ছের পাল উড়াতে,
আজো।

কতো শ্রাবণ চলে গেছে
কতো প্লাবন এসে, গেছে
কষ্টের চড়ে হোঁচট খেয়েছি কতবার
তবুও হাল ছাড়িনি
কভু কখনো, কোথাও
একবারও।

আাশা ভরসা
ভালোলাগা ভালোবাসা
বন্ধুত্ব বন্ধন
বিশ্বাসের বিনিময়ে
দুজনে চলছি,
এক চিলতে সুখের সন্ধানে
একসাথে একিপথে
আজো,
দুইযুগ পথ পেড়িয়ে।

Powered by themekiller.com