Breaking News
Home / Breaking News / কবি সোনালী আদক এর দুর্দান্ত লেখা ” মানুষ হবো “

কবি সোনালী আদক এর দুর্দান্ত লেখা ” মানুষ হবো “

মানুষ হবো
সোনালী আদক
২১/১২/২১

টিং টং শব্দে শীতল প্রভাতে, গিন্নীর ঘুম ভাঙে যে রোজ
আজ তা অন্যথা ঘটলো,ঘন্টি বাজানো মানুষেটা নিখোঁজ।
সকাল আটটা বাজতে গেলো গিন্নী কহে,’মহারানী বেপাত্তা’
একা হাতে সব ঝক্কি পোহাতে শীত দিচ্ছে, ভারি তোয়াক্কা।
গরিমসি আলসেমিতে বেশ, দিন পাত হয় প্রতিদিন
বাড়ি শুদ্ধ লোক বেজায় চটে ম্লান মুখ, মেজাজ বেশ ক্ষীণ।
রাগে লাল হয়ে, দ্রুত গতিতে চলছে দৈনন্দিন কাজ
সেই কবে হাল ছেড়েছে তার ভরসায়,মাথায় পড়লো বাজ।
কাল আসুক ব্যাটা,যা মুখে আসবে বলে তা শোধ নেবো
পাওনা গন্ডা মিটিয়ে হেস্তনেস্ত করেই,বিদায় দেবো।
পাঁচ পাঁচটা বাড়ি কাজ করে, চলে তার অভাবের সংসার
বাবুর বাড়িতে কাজ ছাড়া, কপালে জুটবে যে অনাহার।
বাসিখাবার আর পড়াকাপড়ে সন্তুষ্টির হাসি, তাদের আখ্যা
হ্যাঁ হ্যাঁ ঠিক বুঝেছেন, আজ পরিচারিকার দেবো ব্যাখ্যা।
সকালে এসে কাপড় কোমরে সেঁটে, চলে ঝাঁট ঝুটের পালা
ঘরদোর মুছে এঁটো বাসন ধুয়ে, সামলানো রান্না শালা।
বড়ো বাবু আর খোকন সোনারা, দুধটা গরম চায়
ছোটো বাবু আর গিন্নী মার, কফির চিনির ব্যালেন্স বোঝা দায়।
অফিসের ভাত, তরকারি আর জলখাবার, টিফিনের
মুখে রোচে না বাবুদের রিচ খাবার, অখাদ্য ক্যান্টিনের
ছোট্ট সোনাদের স্কুলের বাস, যথা সময়ে দেবে তীব্র হর্ন
স্যান্ড্রুইচ আর চাউমিনে ভরা টিফিন বক্সে ভরে যেন প্রান।
কাচা ধোয়া সেরে বড়ো বাবুর ওষুধের সময় ,যে বয়ে যায়
বাজার দোকান সামলে যেতে হবে অন্য বাড়িতে ,আবার হায়।
সব বাড়ির কাজ কর্ম সেরে নিজ ঘরের দিকে, সে পা চালায়
মনে পড়ে বাচ্চারা কাঁদছে তার, খিদের বিষম জ্বালায়।
যদি কোন দিন, তারা কোন অজুহাতে ,ছুটির আর্জি জানায়
টাকা কাটা যাবে নতুবা কাজ খোয়াবে, তাদের কী ছুটি মানায়।
সব কাজের ভার তাদের হাতে ছাড়ি, বানিয়ে তাদের গোলাম
তারা ছাড়া মোরা অসহায় মানি,ঠুকি তাদের আগে সেলাম।
তাদের নিত্য দিনের কাজে, খাই মোরা একদিনে হিমসিম
তাদের আপদবিপদে পাশে না থাকি যদি, রয়ে গেছি মোরা আদিম।
আজ থেকে চলো, অঙ্গীকার নিয়ে মানব জন্মের রাখি মান
কেউ বড়ো, না কেউ ছোটো, আমরা মানুষ হবো সমান সমান।
জাত ধর্মের বড়াই ছাড়ো,কে জানে কে যাবে কোথায়
আজ মরলে কাল দুদিন হবে, কেউ গোড়ে কারো বা শ্মশানে ঠাঁই।

Powered by themekiller.com